আমাদের সিলেট ডটকম: গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের প্রাক্তন ৩বারের সফল ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ আপ্তাব আলী গত বুধবার সন্ধ্যায় নগরীর সুরমা মার্কেটের তাজমহল রেস্টুরেন্টের সামনে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির সদস্য জনৈক সুদর্শন দাড়িওয়ালা লোক আপ্তাব আলীকে ধাক্কা দেয়। তিনি প্রতিবাদ করলে তার সাথে বন্ধুত্ব আচরণ করে। ভাব জমিয়ে একটি কলা খেতে দেয়। তিনি প্রথমে কলা খেতে না চাইলেও এক পর্যায়ে তার আচরণে কলা খান। কিছুক্ষণ পরে তাজমহল রেস্টুরেন্টে তাকে নিয়ে প্রবেশ করে চা পান করেন। এর কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আপ্তাব আলীর সাথে থাকা মোবাইল সেট, নগদ ২ হাজার টাকা, একটি ডায়াবেটিক মেশিন নিয়ে চম্পট দেয়। পুরো বিষয়টি রেস্টুরেন্টের ম্যানেজার প্রত্যক্ষ করেছেন। শক্তিশালি একটি সিন্ডিকেট চক্র মার্কেট কেন্দ্রীক অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে। আপ্তাব আলীর নোট বুক থেকে রেস্টুরেন্টের ম্যানেজার তার এক নিকট আত্মীয়ের কাছে ফোন করেন। তিনি এসে ওসমানী হাসপাতালে ৪র্থ তলার ২নং ওয়ার্ডে ভর্তি হন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তার জ্ঞান ফিরে। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে আছেন। উলেখ্য, অজ্ঞান পার্টির কবলে পড়া আপ্তাব আলী সাংবাদিক জাকারিয়া তালুকদারের পিতা।
অজ্ঞান পার্টির কবলে পড়েছেন গোলাপগঞ্জের সাবেক ইউপি সদস্য আপ্তাব আলী
Thursday, August 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment