আমাদের সিলেট ডটকম:
সিলেটের পরিচিতি চিকিৎসক রফিকুস সালেহীন কিডনি থেকে পাথর অপসারণ করে ইউরিনারি ব্লাডারে প্লাস্টিকের পাইপ রেখে অপরারেশন সম্পন্ন করেছেন- এমন অভিযোগ এনে সিলেটের ওসমানীনগর থানার নূরপুর গ্রামের পিয়ারা বেগমের স্বামী আবদুল মোছাব্বির মঙ্গলবার মহানগর হাকিম ১ম আদালতে মামলা দায়ের করেছেন। মহানগর হাকিম মো. শাহেদুল করিম শুনানী শেষে মামলাটি আমলে নিয়ে ৩৩৮ ধারায় অভিযুক্ত চিকিৎসক রফিকুস সালেহীনের বিরুদ্ধে সমন জারি করেন।
আদালত ও মামলার বাদিপৰ সূত্রে জানা গেছে, গত ২৭ জুন সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মহানগর হাসপাতালে ওসমানীনগর থানার নূরপুর গ্রামের আবদুল মোছাব্বিরের স্ত্রী পিয়ারা বেগমের কিডনি থেকে পাথর অপসারণের জন্য অস্ত্রোপচার করেন ডা. রফিকুস সালেহীন। অস্ত্রোপচারের পর ৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলেও অপারেশনস্থলে তার স্ত্রী প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকেন। বিষয়টি ডা. সালেহীনকে অবগত করলে তিনি কিছু ঔষধ লিখে দেন। তাতেও ব্যথা উপশম না হওয়াতে ৫ জুলাই আবারও স্ত্রীকে নিয়ে ডা. সালেহীনের শরণাপন্ন হন স্বামী আবদুল মোছাব্বির। ওইদিনও আরও কিছু ঔষধ লিখে দেন। অবস্থার অবনতি ঘটলে ১৩ জুলাই তিনি স্ত্রীকে নিয়ে আবারও ডা. সালেহীনের কাছে আসেন। সালেহীন ওইদিন কিছু টেস্ট লিখে দেন। টেস্টের রিপোর্ট নিয়ে ১৫ জুলাই সিলেট স্টেডিয়াম মার্কেস্থ চেম্বারে গেলে ডা. সালেহীন জানান- রোগীনির ইউরিনারি ব্লাডারে টিউমারের মতো কিছু একটা ধরা পড়েছে। দ্রুত অপারেশন করাতে হবে। ডাক্তার সালেহীনের আচরণে সন্দেহ হলে ১৯ জুলাই আবদুল মোছাব্বির ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম লিয়নের সাথে যোগাযোগ করলে তিনি কিছু টেস্ট করানোর পরামর্শ দেন। ওই টেস্টের রিপোর্টে আগের অপারেশনের সময় ইউরিনারি ব্লাডারে প্লাস্টিকের পাইপ রেখে সেলাই করার রিপোর্ট পাওয়া যায়। পরে অপারেশন করে পাইপটি অপসারণ করা হয়।
সিলেট আদালতে মামলা: প্লাস্টিকের পাইপ রেখেই অপারেশন সম্পন্ন ডা. সালেহীনের বিরুদ্ধে সমন জারি
Tuesday, August 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment