আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জ জেলার বাহুবলে গত শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর টুগলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৩ জনের নামাযে জানাজা গতকাল শনিবার বেলা ২টায় দৰিণ সুরমা উপজেলার মোগলাবাজার জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দুর্ঘটনায় নিহত মোগলাবাজার ইউনিয়নের হরিনাথপুর গ্রামের আলা উদ্দিনের পুত্র নুর্বল ইসলাম তুলা মিয়া (৪৫), কনাই মিয়ার পুত্র আমির আলী, লাল মিয়ার পুত্র জসীম মিয়া নামাযে জানাজা এক সাথে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাদের লাশ গ্রামের নিজ নিজ পারিবারিক গোরস’ানে দাফন সম্পন্ন করা হয়। নাজাযে জানাজা পূর্বে সংৰিপ্ত বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর পুত্র মিলাদ গাজী।
জানাজায় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন দৰিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, বিগত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহমদ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুহেল, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু, আলহাজ্ব চুনু মিয়া, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব রেহান মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, রেঙ্গা মাদ্রাসার মুহতামীম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, ফেঞ্চুগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, দৰিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার মানুষ জানাজায় শরিক হন। জানাজায় ইমামতি করেন জামেয়া তোয়াক্বুলিয়া রেঙ্গা মাদ্রাসার শিৰক হাফিজ মাওলানা নূর্বল ইসলাম, মরহুমদের পরিবারের পৰ থেকে সংৰিপ্ত বক্তব্য রাখেন নুর্বল হুদা জুনেদ, মইনুল ইসলাম মঞ্জুর, নুর্বল ইসলাম তুলা মিয়া মোগলাবাজার ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব রেহান মিয়ার ভাতিজা।
উলেৱখ্য, গত ৮ আগস্ট শুক্রবার বিকেলে হরিনাথপুর গ্রামের তুলা মিয়ার ভাগিনা বালাগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মখলিছ মিয়ার পুত্র লন্ডন প্রবাসী জুনেদ আহমদ শিপন লন্ডন থেকে একটি বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছে। তাকে রিসিভ করার জন্য তুলা মিয়া সিলেট থেকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে ঢাকায় যান। ঢাকা যাওয়ার পথে তার গ্রামের আমির আলী ও জসিম মিয়াকে সাথে নিয়ে রওনা হন। ভাগিনা শিপনকে নিয়ে সিলেট ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর টুগলী এলাকায় বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে লন্ডন প্রবাসী শিপন, মাইক্রোবাস চালক দেলওয়ার ও মোটর সাইকেল আরোহী বাহুবলের দুইজন সহ ৭ জন ঘটনাস’লে মৃত্যু হয়। মখলিছ মিয়ার নামাযে জানাজা গত শুক্রবার বাদ আছর বালাগঞ্জের সোনাপুরে অনুষ্ঠিত হয়। পিতার জানাজায় শরিক হওয়ার জন্য শিপন লন্ডন থেকে দেশে ফিরছিলেন। পিতার জানাজার পূর্বেই সড়ক দুর্ঘটনায় জুনেদ আহমদ শিপনের মৃত্যু হয়। গতকাল শনিবার বেলা ১১টায় প্রবাসী শিপনের নামাজে জানাজা বালাগঞ্জের সোনাপুরে সম্পন্ন হয়। মাইক্রোবাস চালক দেলওয়ার হোসেন ইমনের লাশ ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার আত্মীয়-স্বজন লন্ডন থেকে দেশে পৌছিলে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানা যায়।
এদিকে সড়ক দুর্ঘটনায় দৰিণ সুরমার তিনজন সহ ৭ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি এক শোকবার্তায় মরহুমদের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের নামাযে জানাজা মোগলাবাজারে সম্পন্ন
Saturday, August 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment