আমাদের সিলেট ডটকম:
জকিগঞ্জের বহুল আলোচিত ঘটনা শিক্ষক আব্দুল করিম হত্যাকান্ডে জড়িত হত্যাকারীদের ফাঁসির দাবিতে ক্রমেই উত্তাল হয়ে উঠছে জকিগঞ্জ। নিজ ভাইদের হাতে নিহত শিক্ষক আব্দুল করিম হত্যার পরপরই ফুসে উঠে স’ানীয় জনতা। একপর্যায়ে উপজেলা সকল স-রের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস-রের জনগণের সমন্বয়ে গঠিত হয় ‘শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চ’।
এই মঞ্চের ডাকে বৃহস্পতিবার জকিগঞ্জ পৌর শহরের এম.এ.হক চত্বরে অনুষ্ঠিত হয় এক বিশাল প্রতিবাদ সমাবেশ। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, হত্যাকারীদের ফাঁসি চাই’- শেৱাগানে মুখরিত হয়ে উঠে জকিগঞ্জ পৌর শহর।
বিকাল ৩টায় শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চের সভাপতি প্রধান শিক্ষক কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল কালাম আজাদ ও আব্দুশ শহীদ তাপাদারের যৌথ পরিচালনায় সমাবেশ শুর্ব হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ.সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ইকবাল আহমদ, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোশতাক আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস-াকিম আলী হায়দর, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, এমএ রশীদ বাহাদুর, ইকবাল আহমদ একল, আবু জাফর মো. রায়হান, অধ্যক্ষ মাওলানা নূর্বল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, উপজেলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমএজি বাবর, রফিকুল ইসলাম, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা বিলাল আহমদ ইমরান, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, সমাজসেবী নোমানুর রশীদ, শিক্ষক রওশন আরা বেগম, আব্দুল খালিক, এইচ এম কামর্বজ্জামান, মো. ইউনুছ আলী, প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা ফার্বক আহমদ, মাওলানা জামিল আহমদ, শিক্ষক মনওয়ার হোসেন প্রমূখ। উল্লেখ্য শিক্ষক আব্দুল করিম জকিগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, মৃত্যুর পূর্ব পর্যন্ত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সর্বপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন।
উলেৱখ্য, গত ০৮ জুলাই রাতে আপন সহোদর সিলেট মেট্রপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর থানার এসআই আব্দুশ শাকুর, আব্দুর রহিম ও তার স্ত্রী, শ্যালকের হাতে র্নিমমভাবে হত্যার শিকার হন। হত্যাকান্ডের পরপরই ধামাচাপা দেয়ার উদ্যেশে স্ট্রোক করে মৃত্যু হয়েছে প্রচার করে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করে খুনিরা। স’ানীয়দের মনে মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হলে এলাকায় তোলপাড় শুর্ব হয়। বিভিন্ন পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে পুলিশ প্রশাসনের টনক নড়ে। উদ্ধার করা হয় রক্তমাখা জামা । ঐদিন নিহত ছোট ভাইয়ের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যামামলা দায়ের করেন। আদালতের র্নিদেশে র্নিবাহী ম্যাজিস্ট্রেটের উপসি’তিতে লাশ উত্তোলন করে মর্গে প্রেরন করা হয়। ব্যক্তি জীবনে আব্দুল করিমের স্ত্রী, সন্তান কেউ ছিলনা। নিজের জীবনের সব কিছু ঘাতক ভাইদের পিছনে ব্যয় করলেও খুনি ভাইয়েরা তাকে বাচঁতে দেয়নি। বিশাল প্রতিবাদ সভা থেকে শিক্ষক করিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদী মঞ্চের নেতারা মাসব্যাপী কর্মসূচি ঘোষনা করেন।
জকিগঞ্জে শিক্ষক করিম হত্যার প্রতিবাদে সমাবেশ : মাসব্যাপী কর্মসূচী ঘোষণা
Thursday, August 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment