বড়লেখা প্রতিনিধি : পৃথিবীতে কতোই না বিচিত্র ঘটনা ঘটে। নানা উপাখ্যানে সেটি ইতিহাস হয়ে রয় অনাদিকাল। মানুষের বিচিত্র কাণ্ড-কারখানাও রীতিমতো অবাক করে দেয় সবাইকে। বিচিত্র এসব ঘটনার জন্ম দিয়ে থাকে অনেকে নিজেকে প্রকাশ করতে। আবার কেউবা কষ্টের সীমাহীন যন্ত্রণায় দগ্ধ হতে হতে মানসিক শান্তির অন্বেষায় যা ভাল লাগ তাই করে বসে।
মৌলভীবাজারের বড়লেখায় ঘটেছে এমনি এক ঘটনা। ঘরের ভেতরে কবর খুঁড়ে এলাকাবাসীর মনে দারুণ কৌতুহলের জন্ম দিয়েছেন এক ব্যক্তি। আর এই বিচিত্র কাণ্ড দেখতে এখন তার বাড়িতে উৎসুক জনতা ভিড় লেগেই আছে।
সরেজমিনে গিয়ে জানা গেলো, প্রায় ২০ বছর আগে উপজেলার তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামের শফিকুর রহমানের মেয়ে নিপা বেগমের সাথে তালিমপুর শিরোমনি এলাকার মস্তাকিম আলীর ছেলে হেলাল উদ্দিনের বিয়ে হয়। ভালোই চলছিল তাদের সংসার। একে একে সাতটি সন্তান আসে তাদের ঘরে। এর মধ্যে একজন পানিতে ডুবে মারা যায়।
No comments:
Post a Comment