ছাতকে সাবেক তথ্য ও জ্বালানি সচিব আকমল হোসেন চির নিদ্রায় শায়িত

Wednesday, August 6, 2014

আমাদের সিলেট ডটকম:

ছাতকে তথ্য ও জ্বালানি মন্ত্রনালয়ের সাবেক সচিব এমএ আকমল হোসেন’র দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১১টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে জানাযা শেষে দিঘলী-রামপুর গ্রামের পারিবারিক কবরস’ানে মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়। জানাযায় ইমামতি করেন, দিঘলী-রামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামিলুর রহমান আনোয়ার।

শিক্ষানুরাগী, সাবেক সচিব এমএ আকমল হোসেন ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের মৃত হাজী দানাই মিয়ার পুত্র। নামাজে জানাযায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মাইন উদ্দিন হাসান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুম, সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ফতেহপুর কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু আলী ছিকান্দর, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মহিউদ্দিন, সুনামগঞ্জ জেলা জাপার সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া, সুনামগঞ্জ সমিতি, সিলেট’র সভাপতি এডভোকেট রাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর, বাংলাদেশ দূর্ণীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সোবহান ও মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি, গোবিন্দনগর আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবদুস ছুবহান, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, রজব উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন, দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা জহুর আলী, মাস্টার আবদুল লতিফ, হাজী আছলম আলী, হাজী বদর উদ্দিন, আজিজুল হক মেম্বার, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক নজরুল ইসলাম, আ.লীগ নেতা মকসুদ আহমেদ মনির, খালেদ হাসান, ফরহাদ হোসেন মিছবাহ, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংবাদিক রেজাউল করিম রেজা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওছার আল মামুন, সহ-সম্পাদক ফয়জুল আলম লিটন, ইউপি সদস্য চান্দ আলী, লাল মিয়া, আল-ইসলাহ উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমএ মতিন, যুবলীগ নেতা হাজী ওবায়দুর রউফ বাবলু, আবু হানিফা ছায়মন, রইছ আলী, আবিদুর রহমান আঙ্গুর, বিল্লাল আহমদ, ছাত্রলীগ নেতা মনজুর আলম, সাহেদুজ্জামান লিয়ন, এম জাহেদ হোসেন, হাসান মাহমুদ বিরহাম, শ্রমিক নেতা আরশ আলী, তালামীয উপজেলা উত্তর শাখার সভাপতি ইয়াহইয়াউল ইসলাম সুজাত, সাধারণ সম্পাদক আব্দুল মতিন রাজনসহ রাজনীতিবিদ, ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস-রের লোকজন উপসি’ত ছিলেন। জানাযার সময় উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্না উপস্থিত ছিলেন। আকমল হোসেন মঙ্গলবার ভোর ৫টা ৪০মিনিটে ঢাকাস’ বারডেম হাসপাতালে ইনে-কাল করেন। মঙ্গলবার বাদ আছর ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মরহুমের প্রথম জানাযা ও সন্ধ্যায় গুলশান এলাকার আজাদ মসজিদ মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License