আমাদের সিলেট ডটকম:
ছাতক পৌরসভার মেয়র কালাম আহমদ চৌধুরীর ভাই কামাল আহমদ চৌধুরীকে পুলিশ কর্তৃক নির্মম নির্যাতনের ঘটনায় কোতোয়ালী থানার ওসি আতাউর রহমানসহ অন্য অভিযুক্তদের পক্ষে সুপ্রিম কোটের্র অ্যাপিলেড ডিভিশনের চেম্বার জজ আদালতে মঙ্গলবার আপিল আবেদন করেন ওসি (তদন্ত) শ্যামল বনিক। দুই পক্ষের শুনানী শেষে আদালতের বিচারপতি সৈয়দ মো. মাহমুদ হোসেন আপিল আবেদন খারিজ করে দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই সিলেট কোতোয়ালী থানা হেফাজতে কামাল আহমদ চৌধুরীকে নির্যাতনের ঘটনায় ২৪ জুলাই তার ভাই শামীম আহমদ চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান, ওসি (তদন্ত) শ্যামল বনিক, এসআই রহিম, কনস্টেবল অধীর চন্দ্র ও এএসআই তাহেরের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ডে পুলিশের আইজিপি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন।
এদিকে,হাইকোটের্র এই আদেশের স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার অভিযুক্তদের পক্ষে সুপ্রিম কোটের্র অ্যাপিলয়েড ডিভিশনের চেম্বার জজ আদালতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে বিচারপতি সৈয়দ মো. মাহমুদ হোসেন তাদের আবেদন খারিজ করে দিয়ে হাইকোটের্র আদেশ বহাল রাখেন।
ওসি আতাউর ও শ্যামলসহ নির্যাতনকারী পুলিশদের আপিল আমলে নেন নি আদালত
Tuesday, August 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment