গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে রাষ্ট্রের হস্তক্ষেপ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত

Friday, August 8, 2014


গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে রাষ্ট্রের হস্তক্ষেপ দাবিতে শুক্রবার ৮ আগস্ট সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে কোয়ালিশন ফর হিউম্যানিটির ব্যানারে মানববন্ধন করা হয়।

এ সময় সংগঠনের আহবায়ক গণমাধ্যম কর্মী নূরুল ইসলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাঈদ আহসান খালিদ, গণসংহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি, এ. আর বাহাদুর বাহার, নোমান উল্লাহ বাহার, মিন্টু বড়ুয়া, ফরহাদ জামান জনি, সালাহউদ্দিন আহমেদ, সাইফ শামীম প্রমুখ।

বক্তারা বলেন, গার্মেন্টস সেক্টর বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই সেক্টরের সফলতার মূলে রয়েছে শ্রমিক সমাজ। তাদের অবহেলায় রেখে দেশের অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব। অথচ গার্মেন্টস মালিক পক্ষ শ্রমিকদের শোষণের পথে হাঁটছেন, যা অর্থনীতি ও মানবাধিকারের জন্য অশনি সংকেত।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License