আমাদের সিলেট ডটকম:
তিন মাসে পৃথক ৩টি নৌকা ডুবিতে সুনামগঞ্জে নারী, শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। শুধু জুরাই মাসে পৃথক তিনটি নৌকা ডুবিতে ৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে সুরমার তীরবর্তী সুনামগঞ্জ সদর উপজেলার অবতপুর এলাকায় একটি বালু বোঝাই নৌকা ডুবিতে শফিকুল ইসলাম (২২) নামের এক শ্রমিক মৃত্যু হয়। শফিকুল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুলভারচর গ্রামের নূর্বজ আলীর ছেলে।
পুলিশ জানায়, ভোররাতে বালু বোঝাই নৌকাটি আনলোড করার জন্য সুরমা নদীর পূর্বতীরবর্তী সুনামগঞ্জ সদর উপজেলার অবতপুর এলাকায় নোঙ্গর করে নৌকায় ঘুমিয়ে থাকে ৬ শ্রমিক। ছুই ছুই করে পানি উঠে ভোর সাড়ে ৪ টার দিকে নৌকাটি ডুবে যায়। এসময় ৫ শ্রমিক সাতার কেটে তীরে উঠলেও শফিকুল নৌকার ভেতর আটকে পড়ে মারা য়ায়। সকাল সাড়ে ১০ টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।
অপরদিকে গত ১০ জুলাই সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নির্মাণাধীন সুরমাব্রিজের নীচে সুরমা নদীতে একই অবস’ায় বালু বোঝাই নৌকা ডুবে ৩ শ্রমিক মৃদ্যু বরণ করে। এরা হচ্ছে, সুনামগঞ্জ সদর উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সায়েমুল, একই গ্রামের মল্লিক মিয়ার ছেলে জমির আলী ও আব্দুল কাইয়ুমের ছেলে ফয়জুল্লাহ। ২০ জুলাই রাত মধ্যনগরে নৌকা ডুবিতে গৌরাঙ্গ তালুকদার নামের এক স্কুল শিক্ষক মারাযান। ২২ জুলাই রাতে ভলগেটের ধাক্কায় সুরমা নদীর পৈন্দা এলাকায় শ্রমিক বাহী নৌকা ডুবে নূর মিয়া ও সোহাগ নামের দুই বালু শ্রমিকের মৃত্যু হয়। নূর মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের সমছু মিয়ার ছেলে ও সোহাগ একই গ্রামের গ্রামের খলিলের ছেলে সোহাগ।
গত ২২ জুন তাহিরপুর উপজেলার টেকেরঘাট পাতারগাঁও ব্রিজের নীচে নৌকা ডুবে, মা, ছেলে ও নানী মারা যায়। শিশু জিসান (৯) উপজেলার টেকেরঘাট গ্রামের মোহাম্মদ অলীর ছেলে ও স্ত্রী শিল্পী আক্তর(৩০)। এঘটনায় শিল্পীর খালা আজিজুন নেছা( ৭০)।
তিন মাসে সুনামগঞ্জে নৌকা ডুবিতে ১০জনের মৃত্যু
Thursday, August 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment