নৌ-মন্ত্রীর লঞ্চকে জরিমানা!

Saturday, August 9, 2014

আমাদের সিলেট ডটকম : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের কন্যা ঐশী খানের লঞ্চে পর্যাপ্ত জীবনরক্ষাকারী বয়া ও অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের জন্য সেটির নিবন্ধন স্থগিত করেছে।

শুক্রবার বিকালে কাওড়াকান্দি লঞ্চঘাটে ‘এমভি ঐশী খান’ নামের লঞ্চটিকে জরিমানা করেন সমুদ্র পরিবহন অধিদফতরের ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান।

অভিযান চলার সময় লঞ্চটি নৌমন্ত্রীর কন্যার কিনা এ বিষয়ে জানতে চাইলে সমুদ্র পরিবহন অধিদফতরের চিফ ইন্সপেক্টর সফিকুর রহমান সাংবাদিকদের জানান, জরিমানা করার পরে শুনেছি এটি মন্ত্রীর কন্যার লঞ্চ।

একই সময় এমএল প্রিন্সেস নামের অপর একটি লঞ্চকে নিবন্ধন স্থগিত করাসহ একই পরিমাণ জরিমানা করা হয়। এমএল নারিশাকে ১০ হাজার ও এমভি তপন এক্সপ্রেসকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া এমভি সজল-১ ও এমভি সজল-২ নামের আরও দু’টি লঞ্চে ত্রুটি ধরা পড়ে। কিন’ কর্মচারীরা লঞ্চ দুইটি ফেলে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক জরিমানা আদায় করতে পারেননি ভ্রাম্যমাণ আদালত।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License