আমাদের সিলেট ডটকম:
সিলেটে ৪ লাখ টাকার হোরোইন মামলায় এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মোঃ মঈদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম- ইসলাম উদ্দিন (২১)। সে মৌলভীবাজারের বড়লেখা থানার দক্ষিণ বাগ দোয়ালিয়া গ্রামের কুটই মিয়ার পুত্র। রায়ের পাশাপাশি দন্ডপ্রাপ্ত আসামীকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা দিতে না পারলে সাজাপ্রাপ্ত আসামী আরো ১ বছরের কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপসি’ত ছিলেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০১১ সালের ২ জুলাই রাত সোয়া ১০ টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের খোঁজারখলা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইসলাম উদ্দিনকে গ্রেফতার করলেও অপর ২ জন পালিয়ে যায়। এ সময় ইসলাম উদ্দিনের সাথে থাকা পলিথিন ব্যাগ তলৱাশী করে ৪ লাখ টাকা দামের ১শ’ গ্রাম বাদামী রংয়ের হেরোইন উদ্ধার করে। এ ব্যাপারে র্যাব-৯’র এসআই মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে তার বির্বদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৭ (০৩-০৭-১১)। দীর্ঘ তদৗল্প শেষে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুল লতিফ মিয়া একই বছরের ১১ সেপ্টেম্বর একমাত্র ইসলাম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০১২ সালের ১১ এপ্রিল আদালত এ মামলার চার্জগঠন করে বিচারকার্য্য শুর্ব করেন। দীর্ঘ শুনানী ও ৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী ইসলাম উদ্দিনকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ১ (খ) ক্রমিকে তাকে দোষী সাব্যস- করে উল্লেখিত দন্ডদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী ও আসামীপক্ষে এডভোকেট ঝড়না বেগম মামলাটি পরিচালনা করেন।
সিলেটে হেরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন
Thursday, August 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment