আমাদের সিলেট ডটকম:
ছাতকে জামাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি হামলা ও ছিনতাইর শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুরে চাউলির হাওর বেরিবাঁধের উপর তিনি ছিনতাইর শিকার হন। সে দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি নোয়াগাঁও গ্রামের মৃত সিফত উল্লাহর পুত্র। খবর পেয়ে জাউয়া তদন- কেন্দ্রের এএসআই মলাই মিয়া আহত জামাল উদ্দিনকে ঘটনাস’ল থেকে উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করেন। আহত জামাল উদ্দিন জানান, বাড়ি থেকে জাউয়াবাজার যাওয়ার পথে পূর্ব শত্রুতাবশত একই গ্রামের চন্দন, সুজন, জমির ও ছমির তার উপর অর্তকিত হামলা চালিয়ে তাকে আহত করে। এ সময় তার কাছে থাকা নগদ ১৫হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
ছাতকে দিনদুপুরে ছিনতাই
Tuesday, August 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment