মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা: সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে

Thursday, August 7, 2014

আমাদের সিলেট ডটকম:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি নিয়ে কোন টালবাহানা দেশপ্রেমিক তৌহিদী জনতা মেনে নিবেনা। অবিলম্বে সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা হরনের সুদৃঢ় প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার নব্য বাকশালী সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। দেশের সাংবাদিক, সুশীল সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ এই নীতিমালা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। গনমাধ্যমের কন্ঠরোধ ও স্বাধীনতা হরণকারী ঐ নীতিমালা অবিলম্বে বাতিল করতে হবে। গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় কর্মপরিষদের সভায় বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা এডভোকেট আব্দুর রব, নুরুল ইসলাম বাবুল, মহানগর শিবিরের সাবেক সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু ও মহানগর শিবিরের সেক্রেটারী মাসুক আহমদ প্রমুখ। সভঅয় মাওয়াঘাটে লঞ্চডুবিতে নিহত ও নিখোঁজ নিরীহ মানুষের মাগফেরাত কামনায় শুক্রবার বাদজুমআ বিশেষ মোনাজাত কর্মসুচী পালনের সিদ্ধান- হয়।

সভায় জামায়াত নেতৃবৃন্দ আরো বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে দিশেহারা হয়ে পড়েছে। দেশে আইনের শাসন বলে কিছু নেই। সর্বত্র চলছে দুর্নীতির মহোৎসব। মানুষের স্বাভাবিক জীবনযাত্রার কোন গ্যারান্টি নেই। এভাবে কোন দেশ চলতে পারেনা। এই অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের হাত থেকে ইসলাম, দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রৰায় ও গনতন্ত্র পুনরুদ্ধারে দেশপ্রেমিক জনতাকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License