আমাদের সিলেট ডটকম:
ছাতকের ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে শশুরবাড়ি বেড়াতে এসে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে ছোবহান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোবহান দোয়ারা উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র। শনিবার রাতে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ছোট বোনকে উত্যক্ত করায় পৌর শহরের চরেরবন্দ গ্রামের বুলাই মিয়ার পুত্র জামিল মিয়া তাকে ছুরিকাঘাত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজানে জামিলের ছোট বোন রাজনপুর গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ছোবহান কর্তক হয়রানীর শিকার হলে প্রতিশোধ নিতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে জামিল। ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। জামিল নৌ-ডাকাতি মামলার আসামী। বর্তমানে সে জামিনে রয়েছে। তাকে ধরার জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ছাতকে শশুরবাড়িতে ছুরিকাহত হলেন যুবক
Sunday, August 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment