আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে নিরীহ মুসলমানদের রক্তের হুলীখেলার মহোৎসব চলছে। এই অবস্থায় ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয়েছে দুনিয়ার কোটি কোটি মুসলিম। বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করে কথিত মানবতাবিরোধী অপরাধের ধুয়া তুলে ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে নাটক মঞ্চস্থ হলেও, ফিলিস্তিনের গাঁজায় নিরীহ মুসলমান শিশু, নারী পুরুষের উপর নির্বিচারে গণহত্যার ব্যাপারে বাংলাদেশ সরকারসহ বিশ্বের অনেক দেশ দায়সারা বিবৃতি দিয়ে দায়মুক্তির চেষ্টা করছে। ফিলিস্তিনের গাঁজায় নিরীহ মুসলমানদের উপর নৃশংস গণহত্যা পৃথিবীর নিকৃষ্ঠতম মানবতাবিরোধী অপরাধ। তাই ফিলিস্তিন সহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের রক্ষায় মুসলিম বিশ্বসহ বিশ্ববিবেককে জাগ্রত করতে হবে। বাংলাদেশে কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র প্রতিহত করতে জাতিকে স্বোচ্ছার হতে হবে।
তিনি সোমবার সিলেট মহানগরীর কোতয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
থানা আমীর মাওলানা আব্দুল মুকিত-এর সভাপতিত্বে ও সেক্রেটারী মু. আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের তথ্য বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা খলীলুর রহমান, ইফতেখার আহমদ, রুম্মান আহমদ, আব্দুল হাকিম চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, শফিকুর রহমান প্রমুখ।
ফিলিস্তিনে মুসলমানদের উপর নৃশংস গণহত্যা পৃথিবীর নিকৃষ্ঠতম যুদ্ধাপরাধ -এডভোকেট জুবায়ের
Monday, August 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment