আমাদের সিলেট ডটকম:
জগন্নাথপুর থানা পুলিশ সোমবার রাতে হাওরে ভাসমান অবস্থায় বাবুল মিয়া (৪০) নামক এক নৌকার মাঝির লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর নলজুর নদীর নৌকা ঘাট থেকে গত শনিবার সন্ধ্যার পর ৪ জন লোক দাওরাই এলাকায় যাওয়ার কথা বলে একটি ইঞ্জিন নৌকা ভাড়া নেয়। এরপর থেকে নৌকাসহ বাবুল মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা।
গত রোববার নবীগঞ্জের দিঘলবাক এলাকার লোকজন চালক বিহীন অবস্থায় নৌকাটি উদ্ধার করে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেন।
এদিকে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পারুবন হাওরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন জড়ো হন এবং স্থানীয় ইউ.পি সদস্য নোমান আহমদ পুলিশকে খবর দেন। জগন্নাথপুর থানা পুলিশ রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে । এ সময় বাবুল মিয়ার স্বজনরা উপস্থিত হয়ে লাশটি সনাক্ত করেন।
পরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের লক্ষ্যে লাশটি থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তির গলায় একটি প্লাষ্টিকের রশি বাধা দেখা গেছে। লাশটি ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন দেখা না গেলেও তাদের ধারণা দুস্কৃতকারীরা তাকে হত্যা করে পানিতে ফেলে যায়। বাবুল মিয়া জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেছি শ্যাওরা গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র।
জগন্নাথপুরে নিখোঁজ নৌকামাঝির ভাসমান লাশ উদ্ধার
Monday, August 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment