জালিয়াতি মামলা: সিলেটে একটি সংবাদপত্রের সম্পাদকসহ ২ জন জেল-হাজতে

Monday, August 4, 2014

আমাদের সিলেট ডটকম:

২০১৩ সালের একটি জালিয়াতি মামলায় সিলেটে দু জন জামিন পেলেও ছাড়া পান নি একটি পত্রিকার সম্পাদকসহ আরও ২ জন। সিলেটের স্থানীয় সংবাদপত্র দৈনিক সবুজ সিলেট’র সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান মুজিব, তার শ্যালক সেলিম আহমদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ কারাগারে। সিলেট মূখ্য মহানগর হাকিম ১ম আদালতের বিচারক মো. শাহেদুল করিম সোমবার দুপুরে একটি জালিয়াতি মামলায় জামিন মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠান। তবে একই মামলার আসামি আব্দুল জলিল ও জয়নাল আহমদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

জানা গেছে, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর শাহপরাণ থানার খাদিম চৌমোহনীর বারাকাত ভবনের শফিক উদ্দিনের ছেলে জুবের আহমদ বাদি হয়ে সিলেট মূখ্য মহানগর হাকিম ১ম আদালতে সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান মুজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, আব্দুল জলিল ও জয়নাল আহমদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন। পরবর্তীতে বিষয়টি তদন্তের জন্য আদালত সিলেট কোতোয়ালি মডেল থানাকে নিদের্শ প্রদান করেন। মামলা তদন-কারী কর্মকর্তা সাবইন্সপেক্টর শাহীন উদ্দিন তদন্ত করে মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, মুজিবুর রহমান, আব্দুল জলিল, জয়নাল আহমদ, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জালিয়াতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে- এ মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআর মামলা নং ১২৫/২০১৪ চালু করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

এদিকে, আসামিরা বিভিন্ন তারিখে এতো দিন যাবত আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের উপর গ্রেফতারি পরওয়ানা জারি করে। এক পর্যায়ে সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, আব্দুল জলিল ও জয়নাল আহমদ উচ্চআদালত থেকে জামিন নিলেও উচ্চআদালত নিম্নআদালতে হাজির হয়ে পুনরায় জামিন নেয়ার নিদের্শ দেয়। উচ্চআদালতের নিদের্শ মোতাবেক তারা সোমবার সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত আসামি আব্দুল জলিল ও জয়নাল আহমদের জামিন মঞ্জুর করলেও দৈনিক সবুজ সিলেট’র সম্পাদক মুজিবুর রহমান, শ্যালক সেলিম আহমদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদকে জেল হাজতে প্রেরণ করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License