আমাদের সিলেট ডটকম:
মঙ্গলবার ভোররাতে সিলেট শহরতলির খাদিমপাড়াস্থ কেওয়াপাড়া আটগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মাসুক আহমদের গোয়ালঘর থেকে লক্ষাধিক টাকার ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্ররা। এ ঘটনায় মাসুক আহমদের বাড়ির ২ চাকরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- গোয়াইনঘাট থানার লাতু আলীরগাঁও গ্রামের আব্দুল জব্বারের পুত্র নুর আহম্মদ (১৮) ও একই এলাকার আহমদ আলীর পুত্র ছাদ উল্লাহ (১৮)। তবে অপর চাকর একই এলাকার ফয়জুর রহমানের পুত্র জবান (১৮) গরুগুলো নিয়ে বর্তমানে পলাতক রয়েছে। মঙ্গলবার পুলিশ আটককৃত নুর আহমদ ও ছাদকে আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, গত কয়েকদিন যাবৎ মাসুক আহমদের বাড়িতে ফসলী জমিতে দিনমজুর হিসেবে জবান, নুর আহমদ ও ছাদ উল্লাহ কাজ করে আসছিল। মঙ্গলবার ভোররাতে মাসুক আহমদরে গোয়ালঘর থেকে জবান, নুর আহমদ ও ছাদ মিলে ৩টি ডেকা গরু তার চুরি করে পালিয়ে যায়। কিন’ নুর আহমদ ও ছাদ উল্লাহ মাসুক আহমদের বাড়িতে অবস্থান করে। সকালবেলা মাসুক আহমদ ঘুম থেকে জেগে উঠে দেখেন তার গোয়ালঘরে ১ লক্ষ ২০ হাজার দামের ৩টি ডেকা গরু নেই। পরে তিনি আশপাশ এলাকায় গরুগুলো খুজে পাননি। পরে বাড়ির চাকর নুর আহমদ ও ছাদ উল্লাহকে বিষয়টি সর্র্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে তারা গরুগুলো জবান চুরি করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এ সময় তাদেরকে আটক করে স’ানীয় মুরব্বীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মাসুক আহমদ বাদি হয়ে তাদের বিরুদ্ধে শাহপরান থানায় একটি চুরি মামলা দায়ের করেন। নং- ৩ (০৫-০৮-১৪)।
মামলার তদন-কারী কর্মকর্তা শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) দেবাংশু পাল জানান, আটককৃত চোররা চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে বলে তারা স্বীকার করেছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও অপর মামলার এজাহারনামীয় আসামী জবানকে গ্রেফতার করার জন্য ধৃতদেরকে আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
সিলেট শহরতলিতে লক্ষাধিক টাকার গরু চুরি ॥ ২ চোর কারাগারে, পলাতক ১
Tuesday, August 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment