আমাদের সিলেট ডটকম: কোন্দল নয়, আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করেছেন ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতারা।
মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রথম বৈঠকে ঢাকা মহানগর বিএনপির সদ্য গঠিত কমিটির নেতারা এ অঙ্গিকার করেন।
এর আগে দলের কারো জন্য কাজে বাধা সৃষ্টি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন খালেদা জিয়া।
মঙ্গলবার রাত সাড়ে আটটায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় ১১টায়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস। সভা পরিচালনা করেন সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।
খালেদা জিয়া কার্যালয়ে প্রবেশ করে ডান পাশে মির্জা আব্বাস ও বামপাশে সোহেলকে বসিয়ে বৈঠক শুরু করেন। এতে সবাই তার (খালেদা জিয়ার) মনোভাব বুঝতে পারেন। সে কারণেই নেতারা কেউ কাউকে দোষারোপ করে বক্তব্য দেননি বলে বৈঠকে উপস্থিত কয়েকজন জানান।
বৈঠক সূত্রে জানা গেছে, কমিটিতে কোনো পরিবর্তন আসছে না। কমিটির কোনো সদস্যের ক্ষমতা কমানো বা বাড়ানোও হচ্ছে না। ঘোষিত কমিটির সব সদস্যকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এদিকে সভা শেষে মির্জা আব্বাস ও সোহেলকে একসঙ্গে পাশাপাশি হেঁটে বের হওয়ার নির্দেশ দেন খালেদা জিয়া।
কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকের মূল বিষয় ছিল দল পুনর্গঠন। আগামী একমাসের মধ্যে ওয়ার্ড কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। আর নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এই বৈঠকে ছিলেন তরিকুল ইসলাম, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, আবদুল খায়ের ভুঁইয়া, আবুল খায়ের ভুঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, এস এ খালেক, এম এ কাইয়ুম, শামসুল হুদা, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জামান আনোয়ার, এম এ মজিদ, ইউনুস মৃধা, মুন্সি বজলুল বাসিত আনজু, নবীউল্লাহ নবী প্রমুখ।
বৈঠকের আগে সন্ধ্যা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সহগ্রাধিক নেতা-কর্মী সমবেত হয়। তারা খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা আব্বাসের নামে স্লোগানও দেয়।
গত ১৮ জুলাই ৫২ সদস্যের নতুন এই কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির পাশাপাশি আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা ও আবদুস সালামকে নিয়ে ৪ সদস্যের উপদেষ্টামণ্ডলীও গঠন করা হয়।
খালেদার সঙ্গে বৈঠক কোন্দল নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ঢাকার নতুন কমিটির নেতাদের
Wednesday, August 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment