আমাদের সিলেট ডটকম:
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি বলেছেন, আপনারা আমার চোখ বন্ধ অবস’ায় ছবি তুলে পত্রিকায় প্রকাশ করেন। আমি আসলে ঘুমাই না চোখ বন্ধ করে চিন-া করি দেশ ও মানুষের জন্য কি করতে হবে ? তিনি বলেন, কমলগঞ্জের মানুষ জিম্মি অবস’া থেকে মুক্ত হচ্ছে। আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করতে চাই।
মন্ত্রী গত মঙ্গলবার বেলা ৩টায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগান পূজামন্ডপ প্রাঙ্গনে চা শ্রমিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চা শ্রমিকদের উন্নয়নে শেখ হাসিনার সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অতীতের কোন সরকারই অবহেলিত এই জনগোষ্ঠির উন্নয়নে কাজ করেনি। বর্তমান সরকার চা শ্রমিকদের উন্নয়নে আন-রিকভাবে কাজ করছে।
সমাজকল্যাণমন্ত্রী আরো বলেন, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পর শ্রমিকদের মধ্যে বরাদ্দকৃত টাকা বিতরণ করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছেন আর শেখ হাসিনা তাদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। বর্তমান সরকার চা শ্রমিকদের উন্নত মানের পায়খানা, বিশুদ্ধ পানীয় জল ও বাসস্থানের ব্যবস্থা গ্রহণ করেছে।
পাত্রখোলা চা বাগানের মত বিনিময় সভায় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার চোখ বন্ধ অবস্থায় ছবি তুলে পত্রিকায় প্রকাশ করেন। আমি আসলে ঘুমাই না চোখ বন্ধ করে চিন্তা করি দেশ ও মানুষের জন্য কি করতে হবে ? তিনি বলেন, কমলগঞ্জের মানুষ জিম্মি অবস’া থেকে মুক্ত হচ্ছে। আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করতে চাই।
দেওরাছড়া চা বাগান ব্যবস’াপক মো. নাদিম খানের সভাপতিত্বে ও অফিস ক্লার্ক রিংকু মিত্রের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এড. এ এস এম আজাদুর রহমান আজাদ, অশোক বিজয় দেব কাজল, কালীপদ দেব, চা বাগান পঞ্চায়েত সম্পাদক শাহাব উদ্দিন প্রমুখ। পরে পাত্রখোলা চা বাগানে মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেবনাথের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি ও চা শ্রমিক নেতা প্রদীপ পালের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, আওয়ামীলীগ নেতা এড. এ এস এম আজাদুর রহমান আজাদ, অশোক বিজয় দেব কাজল, চা শ্রমিক নির্বাচনের দলই ভ্যালীর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী মোবারক হোসেন, চা যুব পরিষদ নেতা আকাশ কৈরী প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১০ আগষ্ট বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি গত মঙ্গলবার কমলগঞ্জের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের সাথে মতবিনিময় ও ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় করেন।
আমি ঘুমাই না, চোখ বুঝে চিন্তা করি – সমাজকল্যাণমন্ত্রী
Wednesday, August 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment