আমাদের সিলেট ডটকম:
ছাতকের মোগলপাড়া গ্রামের দুলাল মিয়ার পুত্র আল-আমিন (১৫) নারিকেল গাছ থেকে বৈদ্যুতিক তার অপসারন করতে গিয়ে বৈদ্যুতিক শর্টে গাছ থেকে পড়ে মৃত্যুর ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। আল-আমিনকে জোরপূর্বক গাছে তুলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ঘটনার প্রায় দু’মাসপর সুনামগঞ্জ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ অভিযোগ দায়ের করেন আল-আমিনের মা জানু বেগম।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোগলপাড়া মসজিদের ১৫-২০টি নারিকেল গাছের ইজারাদার একই গ্রামের আব্দুল জলিল গত ১৯মে মসজিদের নারিকেল গাছের বৈদ্যুতিক তার অপসারন করতে দুলাল মিয়ার পুত্র আল-আমিনকে জোরপূর্বক গাছে তুলে। এর আগে একই এলাকার সুরুজ আলী ও কাজল নামের দু’যুবককে তার অপসারনের জন্য গাছে তোলা হলে বৈদ্যুতিক শর্ট খেয়ে তারা তার অপসারন করতে পারেনি। আল-আমিনের ইচ্ছার বিরুদ্ধে তাকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক গাছে তোলা হলে বৈদ্যুতিক তার অপসারনের সময় শর্ট খেয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়। দুলাল মিয়া জানান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ঘটনা প্রত্যক্ষ করে ছেলের দাফন-কাফনসহ অন্যান্য খরচ বাবত তাকে তাৎক্ষনিক ৪০হাজার টাকা দেয়া হয়। কিন্তু পরবর্তীতে তার ছেলে হত্যার বিচার না পেয়ে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।
ছাতকে বৈদ্যুতিক শর্টে মৃত্যু দেড় মাস পর আদালতে হত্যার অভিযোগ দায়ের
Monday, August 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment