আমাদের সিলেট ডটকম:
মহানগর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড শাখা কমিটি অনুমোদন লাভ করেছে। বীর মুক্তিযোদ্ধা হাজী সিদ্দেক আলী তালুকদারকে সভাপতি ও মোঃ নজর্বল ইসলাম নজুকে সাধারণ সম্পাদক করে ৮৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদ উদ্দিন আহমদ। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ সভাপতি ডাঃ অর্বন কুমার দেব, মোঃ আব্দুল করিম (মুক্তিযোদ্ধা), মোঃ মাসুক মিয়া, মোঃ গাজী মিয়া, হাজী জাহেদুর রহমান জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ময়ফল রাজা বাদশা, অজয় দাস, আইন বিষয়ক সম্পাদক এডঃ বিনয় ভূষণ দাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মীর আব্দুল করিম পাখী, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আলাউদ্দিন সুমন (সাংবাদিক), ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুছ ছালাম, দপ্তর সম্পাদক মোঃ ইমারত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ওয়েছ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিক আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অশোক কুমার ঘোষ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শিবলী বেগ, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ ফাতেমা বিলকিছ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পিথেশ চন্দ্র দাস (মুক্তিযোদ্ধা), যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ লুৎফুর, শিৰা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ ফয়েজ আহমদ মাস্টার, শ্রম সম্পাদক ভোলানাথ রায়, সংস্কৃতি সম্পাদক রথী লাল দাস, স্বাস’্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দেব, সাংগঠনিক সম্পাদক লিটন পাল, সহ দপ্তর সম্পাদক মুহিন আহমদ, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল আহমদ, কোষাধ্যৰ মোঃ ফজর আলী, কার্যকরী সদস্য মোঃ আপ্তাব আলী, এডঃ ফার্বক আহমদ চৌধুরী, শ্রী জগদীশ চন্দ্র দাস (সাবেক কাউন্সিলর), আব্দুর রাজ্জাক খাঁন (রাজা), প্রিন্স সদর্বজ্জামান চৌধুরী, ইলিয়াছুর রহমান (কাউন্সিলর), ফার্বক আহমদ দারা, মোঃ দুদু মিয়া, মোঃ আব্দুল মালিক পাখি, আব্দুর রউফ, আব্দুর রহমান, মোঃ লুৎফুর বক্স, সমীর লাল দে, প্রভাষক আবু তাহের, মোঃ জহির মিয়া, সুদীপ দেব, সেলিম আহমদ সেলিম, মনির্বজ্জামান সেলিম, এডঃ গোলাম কিবরিয়া, স্বপন চন্দ্র দেব, রথীন্দ্র কুমার ঘোষ, আশীষ দত্ত, প্রদীপ ঘোষ, আব্দুর রজ্জাক কনা, বলাই দত্ত, আব্দুল আজিজ শাহী, জহির্বল ইসলাম জহির, সুভাষ দেব, আব্দুলৱা মিয়া, মোঃ ইকবাল আহমদ, ছানা দাস, শান্ত দে, মাহতাব মিয়া, আলী আমজদ, স্বপন দাস, দিপু চন্দ্র কপালী, প্রজিত ঘোষ, নিখিল দে, কামাল আহমদ তালুকদার, আজিজুল হক, আমির মিয়া, নৃপেন্দ্র কুমার দেব (নিপু), লিয়াকত আলী মোলৱা, জমসদ আহমদ, সনো ঘোষ, ছাব্বির আহমদ, আজিজ শিকদার, আব্দুল ওদুদ, ফজলুর রহমান, আছকর আলী, প্রদীপ দেব, লিটন দেব, নিশি পাল, শিবু চক্রবর্তী, উপদেষ্ঠা মন্ডলী-আব্দুশ শহীদ পুতুল, বিমান বিহারী দাস, মনিন্দ্র কুমার দাস, আজমান আলী, হাজী সেলিম আহমদ, শিথীল চন্দ্র দেব, করিম উলৱাহ হেলাল, আব্দুল কুদ্দুছ, কুতুব আলী, আব্দুল মুনিম, এডভোকেট মঈন উদ্দিন আহমদ, মুহিন দাস, আব্দুল জলিল, প্রজিত দত্ত ঝুনা, হাজী আলতাব হোসেন, ডা: মখলিছুর রহমান ও পীর আব্দুল হাই প্রমুখ।
মহানগর আওয়ামীলীগের ৮নং ওয়ার্ড কমিটি অনুমোদন
Friday, August 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment