বিশ্বনাথে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ৬ লৰ টাকার মালামাল লুট

Tuesday, August 5, 2014

আমাদের সিলেট ডটকম:

বিশ্বনাথে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টায় উপজেলা সদরের পার্শ্ববর্তি পূর্ব জানাইয়ার ব্যবসায়ী আকবর হোসেন কিছমতের বাগান বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ৮/১০জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে নগদ ১লাখ ১০হাজার টাকা, ৯ভরি স্বর্ণালংকার, ৫ভরি র্বপার অলংকার, ৫টি মোবাইলসেট ও প্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্রপাতিসহ প্রায় ৬লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

কিছমত বলেন, কবর স্থানের গেইটের তালা ও ঘরের কলাপসিপল গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় প্রথমে আমাকে (কিছমতকে) ও পরে মা জুবেদা বেগম (৮০), কাজের ছেলে মাসুক মিয়া, কাজের মেয়ে সালমা বেগমকে বেধড়ক পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি রফিকুল হোসেন বলেন, তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরির্শন করেছেন। তার মতে (ওসি’র) এটি কোন ডাকাতির ঘটনা নয়, এ ঘটনা সাজানো নাটক।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License