বিবিসি বাংলা: গাযা নিয়ে ব্রিটিশ সরকারের অবস্থানের প্রতিবাদে ব্রিটেনের পররাষ্ট্র বিভাগের একজন মন্ত্রী সাঈদা ওয়ারসি পদত্যাগ করেছেন।
তিনি বলেছেন গাযার পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে লেখা এক চিঠিতে ব্যারোনেস ওয়ারসি বলেছেন তিনি দুঃখের সঙ্গে পদত্যাগ করছেন এবং তার ধারণা সরকারের বর্তমান নীতি ব্রিটেনের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করছে।
ব্যারোনেস ওয়ারসি ছিলেন বর্তমান সরকারের ধর্ম ও কম্যুনিটি বিষয়ক মন্ত্রী এবং ব্রিটিশ সংসদের প্রথম মুসলমান মহিলা সদস্য।
বিবিসির রাজনৈতিক সংবাদদাতা বলছেন গাযায় ইসরায়েলের বোমাবর্ষণের ঘটনাকে ব্রিটেন যথেষ্ট কড়া ভাষায় নিন্দা না জানানোয় মিঃ ক্যামেরনকে ইতিমধ্যেই বিরোধী দল এবং ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপিদের সমালোচনার মুখে পড়তে হয়েছে।
No comments:
Post a Comment