ছাতকে ভূমির বিরোধ ॥ দু’পক্ষ মুখোমুখি

Sunday, August 3, 2014

আমাদের সিলেট ডটকম:

ছাতক পৌর শহরের মন্ডলীভোগ এলাকায় ভূমির মালিকানা নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস’ানে রয়েছে। যেকোন সময় সাংঘর্ষিক ঘটনা ঘটার আশংকা করছেন স’ানীয়রা। একাধিকবার স’ানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস’তায় সালিশে বিরোধ নিস্পত্তি হলেও প্রতিপক্ষের ভূমি জোর দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী জাহানারা বেগম।

জানা যায়, মন্ডলীভোগ মৌজার ৪৭৪দাগের প্রায় ১৭শতক ভূমি নিয়ে সানুর মিয়ার স্ত্রী জাহানারা বেগম ও আব্দুল ওয়াহাব হিরা মিয়া পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছে। দাগের মোট ভূমি ০.২০৩৫একর ভূমির মধ্যে খরিদ সূত্রে ০.১৬৯৬একর ভূমির মালিক আব্দুল ওয়াহাব হিরা মিয়া পক্ষ। কিন’ দাগের সম্পূর্ন ভূমি জোর দখলের চেষ্টা করলে বিরোধের সূত্রপাত ঘটে। বিষয়টি দাঙ্গা-হাঙ্গামাসহ শানি- ভঙ্গের কারন মনে করে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ গত বছরের ২১মার্চ সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধের নিস্পত্তি করেন। উভয়পক্ষের কাছ থেকে ১লক্ষ করে ২লক্ষ টাকা জামানত নিয়ে স্ব-স্ব পক্ষের ভূমি নির্ধারন করে দেয়া হয়। এতে জাহানারা বেগমের ১লক্ষ টাকা জব্দসহ দাগের ০.১৬৯৬একর ভূমির মালিক হিসেবে আব্দুল ওয়াহাব হিরা মিয়া পক্ষে রায় ঘোষনা করা হয়। সমপ্রতি আবারো বিরোধকৃত ভূমি দখলের চেষ্টা করা হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আব্দুল ওয়াহাব হিরা মিয়া গংদের উক্ত ভূমি রেজিষ্ট্রির মাধ্যমে বিক্রি করা হলে খরিদ সূত্রে মালিক হন বৌলা গ্রামের বদরুল আলম। জাহানারা বেগম ও আব্দুল ওয়াহাব হিরা মিয়া পরস্পর আত্মীয় হওয়ার সুবাদে বিক্রিত ভূমি জোর দখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন জাহানারা বেগম। খরিদ সূত্রে মালিক বদরুল আলম জানান, জাহানারা বেগম সন্ত্রাসী লালনের মাধ্যমে তাদের আধাপাকা দালানকোঠাসহ খরিদা ভূমি দখলের চেষ্টা করে যাচ্ছে। সালিশ বৈঠকে নিস্পত্তি হওয়া ভূমি আবারো জোর দখলের চেষ্টা করে সাংঘর্ষিক পরিসি’তির সৃষ্টি করছেন। সমপ্রতি প্রতিপক্ষকে ফাঁসাতে একটি মারামারির ঘটনা সাজিয়ে ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে। এছাড়া উক্ত ভূমি নিজ দখলে রাখতে তিনি ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License