আমাদের সিলেট ডটকমঃ
৩য় ধাপে অনুষ্ঠিতব্য সিলেট বিভাগের ৩ উপজেলা পরিষদ নির্বাচনে ১৬৫টি ভোট কেন্দ্রের ৯৯ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা দক্ষিণ সুরমা উপজেলায়।
৩ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস- চেয়ারম্যান পদে ৫১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সকল উপজেলার মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৫শ’ ৯০ জন। সর্বোচ্চ ভোটার বড়লেখা উপজেলায়। আগামী শনিবার সিলেটের দক্ষিণ সুরমা, সুনামগঞ্জের জামালগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩য় ধাপে আগামী শনিবার সিলেট বিভাগের এই ৩ উপজেলায় ৪র্থ বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ উপজেলার ২৬ ইউনিয়ন ও ২শ’ ৩৪ ওয়ার্ড মিলে মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৫শ’ ৯০ জন। এর মধ্যে পুরুষ ১লাখ ৯৫ হাজার ৪শ’ ৪৬জন ও মহিলা ভোটার ১ লাখ ৯৭ হাজার ১শ’ ৪৪ জন। ৩ উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৬৫টি। এর মধ্যে ৯৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে ২৫জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ১২ জন প্রার্থী লড়ছেন। প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ প্রার্থী দক্ষিণ সুরমা উপজেলায়। ভোটারদের মধ্যে সর্বনিম্ন ভোটার জামালগঞ্জ উপজেলায়।
জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪শ’ ৬২ জন। পুরুষ ৭৩ হাজার ৭শ’ ৮৭ জন ও মহিলা ভোটার ৭২ হাজার ৬শ’ ৭৫ জন। ১০ ইউনিয়ন, ৯০ ওয়াডের্র এ উপজেলায় ভোট কেন্দ্র ৬৮ টি। এর মধ্যে ৪০ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ উপজেলায় চেয়ারম্যান পদে মাওলানা লোকমান আহমদ, আবু জাহিদ, আলী আহমদ, এডভোকেট এ টি এম ফয়েজ, খালেদ আহমদ, শাহ রফিক আহমদ ও হাফিজ মাওলানা তাইবুর রহমান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নূরুল ইসলাম, সেলিম আহমদ, বদরুল ইসলাম, ছালেহ আহমদ, লোকমান আহমদ, ইমাদ উদ্দিন নাসিরী, আনোয়ার হোসেন চৌধুরী, হাফিজ মাওলানা শরীফ আহমদ, সায়াদ হোসেন সুজন ও মনিরুল ইসলাম তুরন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে লায়লা আলকাছ, শামীম আরা পান্না, রাজিয়া বেগম ও রহিমা বেগম প্রতিদ্বন্দ্িবতা করছেন। বড়লেখা উপজেলার মোট ভোট কেন্দ্র ৫৭টি। এর মধ্যে ৩৩ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ১১ ইউনিয়ন, ৯৯ ওয়াডের্র এ উপজেলার মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫শ’ ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৩শ’ ৭৪ জন ও মহিলা ভোটার ৭৫ হাজার ২শ’ ৭ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম সুন্দর, আব্দুল আহাদ, এমাদুল ইসলাম ও আব্দুল হাফিজ, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিবেকানন্দ দাস নান্টু, সাইফুল ইসলাম খোকন, সুমন আহমদ ও বাবরুল হোসেন রিয়াজ, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হাসনা বেগম রেহেনা ও রাজিয়া সুলতানা পেয়ারা প্রতিদ্বন্দ্িবতা করছেন। জামালগঞ্জ উপজেলায় মোট ভোটার ৯৯ হাজার ৫শ’ ৪৭ জন। পুরুষ ৫০ হাজার ২শ’ ৮৫ জন ও ৪৯ হাজার ২শ’ ৬২ জন মহিলা ভোটার। ৫ ইউনিয়নের ৪৫ ওয়াডের্র এই উপজেলার মোট ভোট কেন্দ্র ৪০টি। এর মধ্যে সমতল এলাকায় ১২টি ও হাওর এলাকায় ১৪টি মিলে ২৬ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ উপজেলায় চেয়ারম্যান পদে ইউসুফ আল আজাদ, রেজাউল করিম শামীম ও শামসুল আলম ঝুনু, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ওয়ালী উল্লাহ সরকার, মিসবাহ উদ্দিন, গোলাম জিলানী আফিন্দি, মাজাহারুল ইসলাম রুকন, দিলোয়ার হোসেন, আব্দুল খালিক, রশিদ আহমদ, মোহাম্মদ আলী, কবির আলম, রবীন্দ্র কুমার দাস ও জিতেন্দ্র তালুকদার পিন্টু, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শারমিন সুলতানা, মাধবী পাল চৌধুরী, খালেদা আক্তার রওশন, রাবিয়া সিদ্দিকা, হাফিজ আক্তার দিপু ও জ্যোৎস্না ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র গুলোর প্রতি বিশেষ নজর থাকবে আইন শৃংখলা বাহিনীর। থাকবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল শুক্রবার বিকেলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে অবস্থান নেবেন। আজ বৃহস্পতিবার বিকেল থেকেই নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর টহল শুরু হবে। সিলেটের রিটার্নিং অফিসার ও সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নূরুল হক জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোট কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারী থাকবে। অবাধ ও সুষ্ঠ পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের লক্ষে ইতোমধ্যে সকল প্রস্ত্ততি সম্পন্ন করা হয়েছে।
সিলেটের ৩ উপজেলায় ভোটের লড়াই আটজ লড়ছেন ৫১ প্রার্থী, ৯৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
Friday, March 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment