সিলেট সিটির সৌন্দর্যবর্ধনে দুটি ব্যাংকের ৮ লাখ টাকা অনুদান প্রদান

Monday, March 10, 2014

আমাদের সিলেট ডটকম:

টি টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সিলেট সিটির সৌন্দর্যবর্ধন কার্যক্রমের সহযোগিতায় এগিয়ে এসেছে বিভিন্ন ব্যাংক। এই সহযোগিতার অংশ হিসেবে বেসরকারী দুটি ব্যাংক সোমবার সিটি কর্পোরেশনকে ৮ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। ফেব্র“য়ারী মাসে সিলেট সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে গৃহিত সিদ্ধান্তের প্রেক্ষিতেই এসব ব্যাংক সামাজিক দায়বদ্ধতার তহবিল থেকে এই অর্থ প্রদান করেছে।

গতকাল সোমবার দুপুরে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের পক্ষ থেকে ৫ লাখ টাকার পে-অর্ডার সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে হস্তান্তর করেন। পে-অর্ডার প্রদান করেন ব্যাংকের সিলেট শাখার সিনিয়র এসিস্টেন্ট ভাইস-প্রেসিডেন্ট ও রিলেশনশিপ ম্যানেজার নূর মোহাম্মদ চৌধুরী। এসময় সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ সহ উধর্ক্ষতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে ব্যাংক আল ফালাহ কর্তৃপক্ষ সিলেট সিটি কর্পোরেশনকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করে। ব্যাংক আল ফালাহ সিলেট ব্র্যাঞ্চ ম্যানেজার কামরান আহমদ ব্যাংকের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে পে-অর্ডার হস্তান্তর করেন।

আর্থিক অনুদান প্রদান করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ব্যাংক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন, এই আর্থিক অনুদান সিলেট সিটি কর্পোরেশনের তহবিলে জমা হবে এবং সৌন্দর্যবর্ধন প্রকল্পে ব্যয় করা হবে। মেয়র জানান, ইতোমধ্যে আরও একাধিক ব্যাংক আর্থিক অনুদান প্রদানের ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে এবং খুব শীঘ্রই অনুদান হস্তান্তর করবে বলে তিনি আশাবাদী। মেয়র আরিফুল হক চৌধুরী এই কাজে সর্বাত্মক সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংকের সিলেট অঞ্চলের কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুরু হচ্ছে আলপনার কাজ ঃ সিলেট নগরীর প্রধান প্রধান সড়কে আলপনা আঁকার কাজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। আর সিটি কর্পোরেশনের আহবানে সাড়া দিয়ে এই কাজে সহযোগিতায় এগিয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরই অংশ হিসেবে প্রায় আড়াইশ শিক্ষার্থী সিলেটের প্রধান প্রধান সড়কে টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আলপনা আঁকবে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ক্বীনব্রিজের নিচের সার্কিট হাউস সংলগ্ন রাস্তায় এই আলপনা আঁকা কার্যক্রমের উদ্বোধন করা হবে। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা, নাইওরপুল, কুমারপাড়া ইত্যাদি প্রধান প্রধান সড়কে এই আলপনা আঁকা হবে।

এদিকে এই আলপনা আকাঁ প্রকল্পে বিনামূল্যে রং সরবরাহ করবে বার্জার পেইন্টস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলপনা আকাঁর পাশাপাশি রং বেরংয়ের ফেস্টুন ও মাসকট তৈরী করবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License