১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে ছাত্র শিবির ধর্মঘট
ডেকেছে ॥ সবকিছু স্বাভাবিক রাখতে উদ্যোগ শাবিপ্রবি কর্তৃপক্ষের
নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ৭১ ভাংচুর এবং এই ভাংচুরের প্রতিবাদে আয়োজিত শিক্ষকদের মানববন্ধনে হামলার দায়ে বহিষ্কৃত ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্র শিবির বুধবার ও বৃহস্পতিবার ধর্মঘট ডেকেছে।
এই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার ১১ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় শাবিপ্রবি শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী প্রধান ফটক সংলগ্ন আমির কমপ্লেক্সের সামনে থেকে শাহ সিকান্দার আবাসিক এলাকা পর্যন্ত মিছিল করে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সুজন, ক্যাম্পাস সভাপতি মাসুদুর রহমান, অন্যতম নেতা জাবেদুর রহমান, ইউছুপ হাসান, তুহিন ব্যাপারী প্রমুখ
এদিকে শাবিপ্রবি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছাত্র শিবিরের ধর্মঘটের সময় পাঠদান ও পরিবহন পরিচালনাসহ সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
No comments:
Post a Comment