১৯ দলের প্রার্থী শামীমের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Tuesday, March 11, 2014

আমাদের সিলেট ডটকম:


সিলেট সদর উপজেলার ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কাহের শামীমের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার রাতে কুমারগাঁও বাস্টস্ট্যান্ড সংলগ্ন এ কার্যালয় উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এমএ হক।

কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এম এ হক বলেন, সদর উপজেলা একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। সারা দেশের মানুষ এ উপজেলায় কে বিজয়ী হন-তার দিকে তাকিয়ে থাকে। ফলে এ নির্বাচনে যোগ্য, সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তি কে নির্বাচিত করতে হবে। তিনি বলেন, আবুল কাহের চৌধুরী শামীম একজন সদালপি ও নিরহংকার ব্যক্তি। নির্বাচিত হলে সদর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলবেন। তাই আগামী ২৩ মার্চ সিলেট সদর উপজেলা নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে জনগণের আশাআঙ্খার প্রতিফলন ঘটাতে হবে।

সদর উপজেলা বিএনপির আহবায়ক আবদুর রউফ মেম্বারের সভাপতিত্বে ও সদর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমদ ও মুরাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা ১৯ দলীয় জোটের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাহের শামীম,সাবেক এমপি ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসেইন, সহ সভাপতি তারেক আহমদ চৌধুরী, মহানগর বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী, যুবদল সিলেট জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী, এজহারুল হক চৌধুরী মন্টু, অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দিলোয়ার হোসেন জয়। প্রধান নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করেন ক্বারী শাহিন আহমদ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License