আমাদের সিলেট ডটকম:
সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মো. উস্তার আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পারভীন আক্তারকে বিপুল ভোটে বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মী সহ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আহŸান জানিয়েছেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এক বিবৃতিতে বলেন, আওয়ামীলীগ সমর্থিত এই তিন প্রার্থীর বাইরে অন্য প্রার্থীর সাথে দলের কোন সম্পর্ক নেই। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে আর কেউ প্রার্থীতা প্রচার করলে তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হতেও বিবৃতিতে সকলের প্রতি আহŸান জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আশফাক আহমদকে কাপ পিরিচ মার্কায়, ভাইস চেয়ারম্যান পদে উস্তার আলীকে তালা মার্কায় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভীন আক্তারকে হাঁস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি উদাত্ত আহŸান জানান।
No comments:
Post a Comment