জুড়ীতে কুয়া খুঁড়তে গিয়ে পাওয়া যাচ্ছে কয়লা

Sunday, March 9, 2014

আমাদের সিলেট ডটকম:

জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে কুয়া খুঁড়ে খাবার পানির সন্ধান করতে গিয়ে মূল্যবান খনিজ সম্পদ কয়লা পাওয়া গেছে।

স’ানীয় সূত্রে জানা যায়,পাহাড়ি টিলাবেষ্টিত দক্ষিণ বড়ডহর গ্রামে ৫০-৬০টি পরিবারের বসবাস। এ এলাকার বাসিন্দারা খাবার পানির জন্য বেশ কয়েকটি টিউবওয়েল স্থাপন করলেও তাতে পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে তারা টিউবওয়েল পাশাপাশি কুয়ার ওপর নির্ভরশীল হতে হচ্ছে। কিন’ কুয়ার বেলায়ও একই অবস্থা পানি নেই। ইতোপূর্বে লোকজন ৮-১০টি কুয়া খনন করলেও চাহিদামতো পানি পাননি। এ রকম অনেক কুয়া এক পর্যায়ে ভরাট করে ফেলতে হয়েছে। সমপ্রতি এ গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মন্তাজ আলী একই কারনে ২-৩টি কুয়া ভরাট করে নতুন করে একটি কুয়া খননের কাজ শুর্ব করেন। বাড়ির টিলার নিচে ৭-৮ ফুট মাটি খনন করার পর বেরিয়ে আসতে থাকে মূল্যবান খনিজ সম্পদ কয়লা। কয়লার স্তর ৭-৮ ফুট কাটার পর শ্রমিকরা আর কাটতে পারেনি। খননকৃত কুয়া থেকে উঠে আসা কয়লাগুলো স্থানীয় লোকজন জ্বালানি হিসেবে ব্যবহার করতে দেখা যায়। কেউ কেউ কিছু কয়লা সংগ্রহ করে রেখেছেন। বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা জানান, ‘এ এলাকায় বিশাল এলাকাজুড়ে কয়লা রয়েছে। যার স্তরও অনেক গভীর। কয়লার কারণে টিউবওয়েল স্থাপন করা সম্ভব হয় না।

কুয়া খুঁড়ে পানির বদলে কয়লা পাওয়া যায়। এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License