সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ৩
বিদ্রোহী প্রার্থী বহিষ্কার ॥ আলীকে জয়ী করতে শফির আহ্বান
নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দল সমর্থিত প্রার্থী থাকা স্বত্ত্বেও বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এই তিনজন হলের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ. টি. এম ফয়েজ এবং সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদা।
১৯ দলীয় জোট ও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় এই তিনজনকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করেছে বলে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দফরের দায়িত্বে থাকা) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশটি মঙ্গলবার ১১ মার্চ সিলেট পৌঁছে।
১৫ মার্চ দক্ষিণ সুরমা ও ২৩ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment