আমাদের সিলেট ডটকম:
সিলেট বিভাগের ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে।
দক্ষিণ সুরমা, সুনামগঞ্জের জামালগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের আজ এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
৩ উপজেলায় মোট ১৬৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে।
৩ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস- চেয়ারম্যান পদে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সকল উপজেলার মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৫শণ’ ৯০ জন। সর্বোচ্চ ভোটার বড়লেখা উপজেলায়।
৩ উপজেলার ২৬ ইউনিয়ন ও ২শ’ ৩৪ ওয়ার্ড মিলে মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৫শ’ ৯০ জন। এর মধ্যে পুরুষ ১লাখ ৯৫ হাজার ৪শ’ ৪৬জন ও মহিলা ভোটার ১ লাখ ৯৭ হাজার ১শ’ ৪৪ জন। ৩ উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৬৫টি। এর মধ্যে ৯৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে ২৫জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ১২ জন প্রার্থী লড়ছেন। প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ প্রার্থী দক্ষিণ সুরমা উপজেলায়। ভোটারদের মধ্যে সর্বনিম্ন ভোটার জামালগঞ্জ উপজেলায়।
দক্ষিণ সুরমা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪শ’ ৬২ জন। পুরুষ ৭৩ হাজার ৭শ’ ৮৭ জন ও মহিলা ভোটার ৭২ হাজার ৬শ’ ৭৫ জন। ১০ ইউনিয়ন, ৯০ ওয়ার্ডের এ উপজেলায় ভোট কেন্দ্র ৬৮ টি। এর মধ্যে ৪০ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
বড়লেখা উপজেলার মোট ভোট কেন্দ্র ৫৭টি। এর মধ্যে ৩৩ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ১১ ইউনিয়ন, ৯৯ ওয়ার্ডের এ উপজেলার মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫শ’ ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৩শ’ ৭৪ জন ও মহিলা ভোটার ৭৫ হাজার ২শ’ ৭ জন।
জামালগঞ্জ উপজেলায় মোট ভোটার ৯৯ হাজার ৫শ’ ৪৭ জন। পুরুষ ৫০ হাজার ২শ’ ৮৫ জন ও ৪৯ হাজার ২শ’ ৬২ জন মহিলা ভোটার। ৫ ইউনিয়নের ৪৫ ওয়ার্ডের এই উপজেলার মোট ভোট কেন্দ্র ৪০টি। এর মধ্যে সমতল এলাকায় ১২টি ও হাওর এলাকায় ১৪টি মিলে ২৬ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র গুলোর প্রতি বিশেষ নজর থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। রয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার বিকেলেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পুলিশের পাশাপাশি বিজিবিও টহল দিচ্ছে নির্বাচনী এলাকাগুলোতে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।
No comments:
Post a Comment