প্রশাসনের নাকের ডগায় আচরণবিধি লংঘন করে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত – শাল্লায় সংবাদ সম্মেলন নাছির উদ্দিন চৌধুরীশাল্লায় সংবাদ সম্মেলন নাছির উদ্দিন চৌধুরী

Tuesday, March 11, 2014

আমাদের সিলেট ডটকম:

বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘন করে ভোট চেয়েও আওয়ামীলীগ প্রার্থীর নির্লজ্জ পরাজয়ের পর এবার শাল্লায় এসে একই কায়দায় আচরণবিধি লংঘন করে দলীয় প্রার্থীর পক্ষে ভোট সংগ্রহ করছেন সুরঞ্জিত। যা নির্বাচন কমিশনের সুস্পষ্ট আচরণবিধির লংঘন। তিনি তার দলীয় মনোনীত চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে উঠান বৈঠক, পথসভা ও জনসভা করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারী অনুদান প্রদান করে শাল্লা উপজেলার গণতন্ত্রকামী মানুষের ভোট তার দলীয় প্রার্থীদেরকে দেওয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার দুপুরে শাল্লা উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ সকল অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী আরো বলেন, সরকারি অনুদান থেকে যে সকল প্রতিষ্ঠানে প্রদান করেছেন, সেগুলো হল বাহারা সুমেস্বরি মন্দিরে ৫ লক্ষ টাকা, শাল­া গ্রামের মসজিদে ৪ লক্ষ টাকা, শাল্লা আসলম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৬৫ লক্ষ টাকা, কার্তিকপুর কবরস্থ্ন উন্নয়ন ২ লক্ষ টাকা, আনন্দপুর জনসভায় বিদ্যূৎ দেওয়ার প্রতিশ্র“তি, মেঘনাপাড়া দূর্গা মন্দিরে ২ লক্ষ টাকা, মন্নানপুর যুব সমাজ সমিতিকে ৫০ হাজার টাকা, কান্দখলা গ্রামে ১০ বান্ডিল টিন ও ৫০ হাজার টাকা, ঘুঙ্গিয়ারগাঁও বাজারে ২টি টিউবওয়েল ও ২টি ল্যাট্রিন, ২টি প্রস্রাবখানা প্রদানের ঘোষণা দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত তার দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন। এছাড়া তিনি পুলিশ প্রটোকল, সরকারী ডাকবাংলো, উপজেলা পরিষদ মিলনায়তন হল নির্বাচনী কাজে ব্যাবহারসহ সকল সুবিধা ভোগ করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রসাশনকে নির্বাচনী কাজে ব্যবহার করছেন এবং সরকারী পুলিশ বাহিনী দিয়ে সাধারণ মানুষকে তার মনোনীত প্রার্থীগণকে ভোট দেয়ার জন্য নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও সংবাদ সম্মেলনে উলে­খ করা হয়। এতে করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের আচরণবিধি লংঘন করে সুরঞ্জিত সেনগুপ্ত এমপি এক আত্মঘাতি নীলনকশার পন্থা অবলম্বন করছেন। যার ফলে শাল­া উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিয়ে আমার ও জনগণের মনে সংশয়-উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে বলে মনে করেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। তিনি সুরঞ্জিত সেনগুপ্তের আচরণবিধি লংঘনের বিরুদ্ধে সুশীল সমাজসহ সকলকে রুখে দাঁড়াতে উদাত্ত আহবান জানান।

এদিকে শাল্লা উপজেলা বিএনপি মনোনীত প্রার্থী গণেন্দ্র চন্দ্র সরকার সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আচরণবিধি লংঘনের দায়ে সহকারি রিটার্নিং অফিসার ও শাল­া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার-ঢাকা, জেলা প্রশাসক সুনামগঞ্জ, রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশাসন) সুনামগঞ্জ, পুলিশ সুপার সুনামগঞ্জ ও অফিসার ইনচার্জ শাল্লাকে অনুলিপি দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাল­া উপজেলা বিএনপির সভাপতি ও ১৯ দলীয় জোটের মনোনীতপ্রার্থী গণেন্দ্র চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ও দিরাই পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License