ছাতক উপজেলায় প্রাইভেট কার চাপায় দুই শিশুসহ তিন জন নিহত

Wednesday, March 12, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতক উপজেলাধীন ধারণবাজার এলাকায় প্রাইভেট কার চাপায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ছাতক উপজেলার জাতুয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী আলাতুন নেছা (২৫), মেয়ে সুমেনা আক্তার (৪) ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৭) । নিহত রিয়াজ আলাতুন নেছার ভাইয়ের ছেলে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নজরুল জানান, সকাল ৮টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট অভিমুখে একটি প্রাইভেট কার (সিলেট-গ-১১-০০৬৮) আসছিল। পথে ধারণবাজার এলাকায় ৩ জন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ গাড়ি জব্ধ করেছে। তবে, চালককে আটক করতে পারেনি। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License