আমাদের সিলেট ডটকম:
সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতক উপজেলাধীন ধারণবাজার এলাকায় প্রাইভেট কার চাপায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ছাতক উপজেলার জাতুয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী আলাতুন নেছা (২৫), মেয়ে সুমেনা আক্তার (৪) ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৭) । নিহত রিয়াজ আলাতুন নেছার ভাইয়ের ছেলে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নজরুল জানান, সকাল ৮টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট অভিমুখে একটি প্রাইভেট কার (সিলেট-গ-১১-০০৬৮) আসছিল। পথে ধারণবাজার এলাকায় ৩ জন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ গাড়ি জব্ধ করেছে। তবে, চালককে আটক করতে পারেনি। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাতক উপজেলায় প্রাইভেট কার চাপায় দুই শিশুসহ তিন জন নিহত
Wednesday, March 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment