আমাদের সিলেট ডটকম:
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের ভোটে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণ করা হয়েছে।
রোববার উপজলা পরিষদ হলরুমে দুপুর থেকে বিকেল পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এতে ২ শ’ ৬০ ভোটের মধ্যে ২শ’ ৪৩ ভোট কাস্ট হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃণমূলের এ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় সিলেট জেলা আ’লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান তৃণমূলের ভোটে নির্বাচিত আ’লীগের একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আতাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন রুনুর নাম ঘোষণা করেন। উপজেলা পরিষদের অস’ায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
গতকাল রোববার আওয়ামী লীগের তৃণমূলের ভোটে চেয়ারম্যান পদে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য শামীম আহমদ, সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল বারী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. জামাল হোসেন। এর মধ্য থেকে আতাউর রহমান খান বিজয়ী হন।
আওয়ামী লীগের অপর দু’মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র প্রবাসী খসরুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম পল্লব তৃণমূলের ভোটে অংশগ্রহণ করেননি বলে জানা গেছে।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খসরু, যুবলীগ নেতা আলমগীর হোসেন রুনু, ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আলমগীর হোসেন রুনু নির্বাচিত হন। অপর এক মনোনয়ন প্রত্যাশী বিয়ানীবাজার পৌর আ’লীগেরে প্রচার সম্পাদক এবাদ আহমদ শেষ মুহূর্তে তৃণমূলের নির্বাচন থেকে সরে দাঁড়ান।
আওয়ামী লীগের তৃণমূল নির্বাচনের ফলাফল ঘোষণার আগে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় উপসি’ত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছাদ উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা আওয়অমী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৩১ মার্চের নির্বাচনে ৩ পদে আ’লীগের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হূশিয়ারি উচ্চারণ করা হয়। এরআগে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আতাউর রহমান খান, জাকির হোসেন, আলমগীর হোসেন রুনু বক্তব্য রাখেন।
বিয়ানীবাজারে চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান রুনু আ’লীগের প্রার্থী মনোনীত
Sunday, March 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment