সিলেটে বেওয়ারিশ হিসেবে দাফন করা মুন্সিগঞ্জের অ্যাডভোকেট কাজী ওবায়দুল ইসলাম সিপনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

Monday, March 10, 2014

সিলেটে বেওয়ারিশ হিসেবে দাফন করা মুন্সিগঞ্জের অ্যাডভোকেট


কাজী ওবায়দুল ইসলাম সিপনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর


নিজস্ব প্রতিবেদক : সিলেটে বেওয়ারিশ হিসেবে দাফন করা মুন্সিগঞ্জের অ্যাডভোকেট কাজী ওবায়দুল ইসলাম সিপনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার ১০ মার্চ দুপুরে লাশ হস্তান্তর করা হয়। মুন্সিগঞ্জ থানায় এসআই মো. মনিরুল ইসলামের উপস্থিততে অ্যাডভোকেট কাজী ওবায়দুল ইসলাম সিপনের ভাতিঝি জামাই সিলেটের লালাখাল চা বাগানের কর্মকর্তা দেওয়ান তারেক চৌধুরীর কাছে লাশ হস্তান্তর করেন।

অ্যাডভোকেট কাজী ওবায়দুল ইসলাম সিপন ২৮ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ থেকে সিলেট এসে নিখোঁজ হন। পরদিন সকালে কয়েক ব্যক্তি অজ্ঞান অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেখে যায়। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা গেলে বেওয়ারিশ হিসেবে মহানগরীর মানিকপীর কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে ৬দিন লাশ মর্গে রেখে পরিচয় জানার চেষ্টা চলে।

অন্যদিকে অ্যাডভোকেট কাজী ওবায়দুল ইসলাম সিপনের স্বজনরা লিফলেট বিলি করে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে তার খোঁজ নেয়ার চেষ্টা করতে থাকেন।

এক পর্যায়ে তারা নিশ্চিত হন সিলেটে বেওয়ারিশ হিসেবে দাফন করা লাশটি অ্যাডভোকেট কাজী ওবায়দুল ইসলাম সিপনের। এ ব্যাপারে নিহত আইনজীবীর ভাতিঝি জামাই দেওয়ান তারেক চৌধুরী সিলেট কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করলে রোববার বিকেল ৫টায় কবর থেকে লাশ তোলা হয়।

দেওয়ান তারেক চৌধুরী জানান, অ্যাডভোকেট কাজী ওবায়দুল ইসলাম সিপনের সিলেটে মাজার জিয়ারত করে ময়মনসিংহ যাবার কথা ছিল। তাদের ধারণা, অজ্ঞান পার্টির কবলে পড়ে তিনি মারা গেছেন।

এসআই মো. মনিরুল ইসলাম জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা নিশ্চিত হন অ্যাডভোকেট কাজী ওবায়দুল ইসলাম সিপন মুন্সিগঞ্জ থেকে ঢাকা হয়ে সিলেট আসেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License