আমাদের সিলেট ডটকম:
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক মোটর সাইকেল আরোহীর মর্মানি-ক মৃত্যু হয়েছে।
নিহত যুবক বিশ্বনাথ উপজেলার গমরাকুল গ্রামের আকদ্দছ আলীর পুত্র জুনেদ মিয়া (২৪)। তিনি খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তার সাথে থাকা আহত অপর আরোহী গমরাকুল গ্রামের আবদুর রউফের পুত্র মো. রাসেল আহমদ একই ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট এলাকায়। ঘটনার প্রতিবাদে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। দীর্ঘ দুই ঘন্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ থাকায় যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস’লে গিয়ে সড়ক অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, ছাত্রদলের দুই নেতা মোটর সাইকেলযোগে (সিলেট-ল-১১-৫৯০৮) বিশ্বনাথ থেকে সিলেট নগরীতে আসছিলেন। দক্ষিণ সুরমার লালাবাজারের কাছে আসার পর দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস’লেই প্রাণ হারান জুনেদ মিয়া। গুরুতর আহত হন তার সঙ্গী রাসেল।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সড়ক অবরোধ তুলে দেয়। নিহত জুনেদ মিয়ার লাশ পরিবারের সদস্যরা প্রশাসনের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই তাদের বাড়িতে নিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
দক্ষিণ সুরমার লালাবাজারে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ছাত্রদল নেতার মৃত্যু : সড়ক অবরোধ
Friday, March 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment