আমাদের সিলেট ডটকম:
১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ডাকা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট শুরু হয়েছে। সকালে ছাত্রশিবির কর্মীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিলেও পরে পুলিশ এসে তা খুলে দেয়। এছাড়া, ধর্মঘটের সমর্থনে দুপুরে ছাত্রশিবির ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রশিবির। এর পাল্টা মিছিলও বের করে ছাত্রলীগ। ছাত্রলীগের মিছিল চলাকালে ক্যাম্পাসে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো বিভাগেই ক্লাস বন্ধ ছিল। তবে রসায়ন ও উদ্যানতত্ত্ব বিভাগে দুটি ক্লাস হয়েছে বলে জানা গেছে।
হরতালের কারণে সকালে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো চলেছে পুলিশ প্রহরায়।
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতিসহ ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সকাল থেকে শুরু হয়েছে ছাত্রধর্মঘট। মাঝখানে বঙ্গবন্ধুর জন্মদিন ও বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে দুদিন বাদ দিয়ে আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে এই ধর্মঘট। এর মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে আগামী ২০ ও ২১ মার্চ পুরো সিলেট বিভাগে হরতাল পালনের কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
এদিকে, ধর্মঘটের শুরুতে আজ সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় ছাত্রশিবির কর্মীরা। এ সময় তারা ভিসি ভবন ও মূল ফটকে ছাত্র ধর্মঘটের ব্যানার টাঙ্গায়। সকাল ৭টার দিকে পুলিশ ক্যাম্পাসে গিয়ে তালা খুলে দেয়। ক্যাম্পাসের মূল ফটক ও ভিসি ভবনের সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
সকালে পুলিশী প্রহরায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো বের করা হয়। বাসগুলোর সামনে পুলিশের এসকর্ট গাড়ী ছিল এবং বাসের অভ্যন্তরেও পুলিশ সদস্যরা ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় মিছিল করে ছাত্রশিবির কর্মীরা। ছাত্রশিবির কর্মীরা মিছিল করে চলে যাবার পর বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল বের করে ছাত্রলীগ কর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ কালে ডি-বিল্ডিং এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এদিকে, ক্যাম্পাস সূত্র জানিয়েছে, ধর্মঘটের কারণে ছাত্র উপস্থিতি কম থাকায় কোন বিভাগেই ক্লাস হয়নি। শুধুমাত্র ফরেস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগে দুটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত: বিশ্ববিদ্যালয়ের ১৮৩তম সিন্ডিকেট সভায় চেতনা ’৭১ হামলা ও এক শিক্ষকের গাড়ি পোড়ানো ঘটনায় শিবিরের ১৪ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়। এর প্রতিবাদ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে শাখা শিবির।
শাবিতে শিবিরের ডাকে ছাত্র ধর্মঘট চলছে, একাডেমিক ভবনে তালা: পুলিশ প্রহরায় চলেছে বিশ্ববিদ্যালয়ের বাস
Wednesday, March 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment