বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু.আব্দুল জব্বার বলেছেন- হত্যা-গুম করে দুনিয়াবী কোনো আন্দোলনকে স-ব্ধ করা গেলেও ইসলামী আন্দোলনকে বন্ধ করা যায়না। বর্তমান অবৈধ সৈরাচারী সরকার নির্যাতন-নিপীড়ন চালিয়ে গুম-ক্রসফায়ার করে ইসলামী আন্দোলনকে চিরতরে স-ব্ধ করে দেয়ার যে পায়তারায় লিপ্ত হয়ছে অতি শীঘ্রই তা বুমেরাং হবে। শহীদের রক্তের বিনিময়ে অত্যাচারী জালেমের পতন ঘটবে ইনশাআল্লাহ। শহীদ রাহাতের রক্তের বিনিময়ে শাহজালালের মাটিতে ইসলামের পতাকা আরও মজবুত হয়েছে। শহীদ রাহাতের উত্তরসুরী হিসেবে তাঁর রেখে যাওয়া কাজ বাস-বায়নের মাধ্যমেই তাঁর রক্তের বদলা নিতে হবে। রাহাত ভাই শহীদ হয়ে গেলেও তিনি যে আদশের্র আন্দোলনে নিয়োজিত ছিলেন তা আগের চেয়েও বেশি গতিতে এগিয়ে চলেছে। আর তাই শহীদ করে কোনো আদর্শকে কোনো আদশের্র আন্দোলনকে হত্যা করা যায়না।
শুক্রবার সিলেটের স্থানীয় এক মিলনায়তনে মহানগর শিবিরের উদ্যোগে শহীদ রাহাত স্মরণে প্রকাশিত স্মারক ‘অনুপ্রাণন’ এর মোড়ক উম্মোচনকালে শিবির সভাপতি একথা বলেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন-র্জাতিক সম্পাদক মুহসিনুল কবির এর পরিচালনায় এসময় উপসি’ত ছিলেন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসাইন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু, কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক হোসাইন আহমদ, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুর রহমান দিলাওয়ার, মহানগর সেক্রেটারী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাশুক আহমদ, শাবিপ্রবি সভাপতি এহসানুল করিম, মৌলভীবাজার শহর শাখা সভাপতি মো. ফখরূল ইসলাম, মৌলভীবাজার জেলা সভাপতি দেলোয়ার হোসেন জগলু, হবিগঞ্জ জেলা সভাপতি মো.খলিলুর রহমান, জেলা পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুর্ব ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ দস-গীর, সুনামগঞ্জ জেলা সভাপতি সাজ্জাদ হোসনে, মহানগর প্রচার সম্পাদক সালেহ মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
উল্লেখ্য, গত বছর ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী ছাত্রশিবিরের মিছিলটি নগরীর নয়াসড়ক মীরবকক্সটুলার রাস্তা অতিক্রমকালে পুলিশ গুলিবর্ষণ করে মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শিবির নেতা রাহাত বুকে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।পরে রাহাতকে উদ্ধার করে দ্রুত উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে মুমূর্ষু অবস্থায় রাহাতকে ওইদিন রাতে ঢাকার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করে ২টি অস্ত্রোপাচার করা হয়। ৯ দিন সেখানে চিকিত্সাধীন থাকার পর গত ২৫ ফেব্রুয়ারি রাহাত মারা যান।
রাহাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রকাশিত স্মারক ‘অনুপ্রাণন’ এর মোড়ক উম্মোচনকালে শিবির সভাপতি: শহীদ করে কোন আদর্শকে হত্যা করা যায় না
Sunday, March 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment