আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া, কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ এক বিবৃতিতে সিলেট সদর এবং দক্ষিণ সুরমা উপজেলায় ১৯ দলীয় জোট প্রার্থী আবুল কাহের শামীম ও মাওলানা লোকমান আহমদকে বিজয়ী করতে শিক্ষক সমাজসহ পেশাজীবী গোষ্ঠী এবং সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, যারা গরম পানি ঢেলে, মরিচের গুঁড়া ফেলে শিক্ষকদের হত্যা করেছে, শিক্ষকদের অবহেলা আর অবজ্ঞার চোখে দেখে, পুলিশের বুটের নিচে শিক্ষকদের স্থান করে দিয়েছে, এদেরকে সঠিক ও উপযুক্ত জবাব দেয়ার সময় এসেছে। শিক্ষকদের উন্নয়নের স্বার্থে সিলেট সদর ও দক্ষিণ সুরমায় ১৯ দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করতে হবে। আগামীকাল ১৫ মার্চ শনিবার দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে জোট প্রার্থী মাওলানা লোকমান আহমদের মোটর সাইকেল প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে সর্বস্তরের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ।
আবুল কাহের শামীম ও মাওলানা লোকমান আহমদকে শিক্ষক সমাজের সমর্থন
Thursday, March 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment