আমাদের সিলেট ডটকম: ১৪ নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে ক্যাম্পাসে ছাত্রশিবিরের মিছিল লক্ষ করে গুলি ছুড়েছে পুলিশ। এতে ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। ধর্মঘটের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস বা পরীৰা অনুষ্ঠিত হয়নি। ক্যাম্পাস সূত্রে জানা যায়,১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবীতে ডাকা ইসলামী ছাত্রশিবিরের দ্বিতীয় দিনের ধর্মঘটে আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনের তালায় সুপার গ্লু লাগিয়ে তালাগুলো অকেজো করে রাখে ছাত্রশিবির কর্মীরা। সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল বের করে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে অবস্থানরত পুলিশ এ সময় মিছিলকারীদের ধাওয়া করার চেষ্টা করলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে।
জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী সাইফুল ইসলাম সুজন জানিয়েছেন, পুলিশের গুলিতে বিদ্ধ হয়ে ৫ ছাত্রশিবির কর্মী গুরুতর আহত হয়েছেন। এছাড়া, আরো অন্তত: ৫০ জন ছাত্রশিবির কর্মী লাঠিচার্জে আহত হন। আহতদের নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে বৃহস্পতিবার ভোরে ছাত্র ধর্মঘট সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের তালায় সুপারগ্লু লাগিয়ে তা অকেজো করে দেয়ায় তালা ভেঙ্গে কক্ষে ঢুকেন শিৰক ও কর্মকর্তা কর্মচারীরা। তবে, কোন বিভাগেই ক্লাস বা পরীৰা হয়নি।ধর্মঘটের দ্বিতীয় দিনেও পুলিশ প্রহরায় বিভিন্ন রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে। সকালে বিশ্ববিদ্যালয় স্কুলের সামনে একটি বাস লক্ষ করে ঢিল ছোড়ার অভিযোগে একজনকে পুলিশ আটক করে।
No comments:
Post a Comment