প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করেছেন বিয়ানীবাজারের ইউএনও

Tuesday, March 11, 2014

আমাদের সিলেট ডকটম:

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম চৌধুরী ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩’ এ জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নের পাশপাশি ব্যক্তিগত উদ্যোগ ও সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এ পদকে ভূষিত করা হয়।

গত ৯ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে তিনি এ পদক গ্রহন করেন। ইউএনও শহিদুল ইসলাম চৌধুরী’র অভূতপূর্ব সাফল্যে বিয়ানীবাজারের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সাংবাদিকতা অঙ্গনের সাথে সম্পৃক্ত প্রত্যেক নাগরিক আনন্দিত হয়েছেন।

শহিদুল ইসলাম চৌধুরী ২০১২ সালের ৭ নভেম্বর বিয়ানীবাজার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি সুনামগঞ্জ সদর উপজেলায় নির্বাহী অফিসার পদে দায়িত্ব পালন করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License