আমাদের সিলেট ডকটম:
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম চৌধুরী ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩’ এ জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নের পাশপাশি ব্যক্তিগত উদ্যোগ ও সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এ পদকে ভূষিত করা হয়।
গত ৯ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে তিনি এ পদক গ্রহন করেন। ইউএনও শহিদুল ইসলাম চৌধুরী’র অভূতপূর্ব সাফল্যে বিয়ানীবাজারের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সাংবাদিকতা অঙ্গনের সাথে সম্পৃক্ত প্রত্যেক নাগরিক আনন্দিত হয়েছেন।
শহিদুল ইসলাম চৌধুরী ২০১২ সালের ৭ নভেম্বর বিয়ানীবাজার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি সুনামগঞ্জ সদর উপজেলায় নির্বাহী অফিসার পদে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করেছেন বিয়ানীবাজারের ইউএনও
Tuesday, March 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment