সরকার বর্তমানে চরম আর্থিক চাপে রয়েছে -অর্থ প্রতিমন্ত্রী

Sunday, March 9, 2014

আমাদের সিলেট ডটকম:

সরকারের অর্থ প্রতিমন্ত্রী ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দৰিন সুনামগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য এমএ মান্নান বলেছেন, আপনারা জানেন দেশ কিভাবে পরিচালিত হচ্ছে। দেশ পরিচালনার ৰেত্রে আমাদের কিছু ভূলত্র্বটি রয়েছে। আমরা রাজনীতি নিয়ে হানাহানি ও সংঘাত চাই না। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান চাই। সরকার বর্তমানে চরম আর্থিক চাপে রয়েছে। রাজনৈতক অসি’রতা, বিনিয়োগ কম, উৎপাদন কম, আত্মঘাতি সিদ্ধান্তসহ বিভিন্ন কারণে আর্থিক টানাপোড়নের সৃষ্টি হয়েছে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটু সময় লাগবে। এ সময় পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য্য সহকারে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, অতীতে ইসলামী শাসনামলে অন্য ধর্মের লোকদের উপর কোন অবিচার-বা অত্যাচার করা হয়নি, এখনো হবে না। তবে জঙ্গিবাদকে কোন অবস’ায় মেনে নেব না। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিৰা ৰেত্রে সব থেকে বেশি কাজ করছে। জগন্নাথপুর উপজেলার মাদ্রাসাগুলোকে ক্রমান্বয়ে এমপিও ভূক্তসহ সার্বিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা পিছিয়ে পড়া শিৰার্থীদের সামনে টেনে আনতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

রোববার জগন্নাথপুর পৌর শহরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম হলে জগন্নাথপুর উপজেলা মাদ্রাসা শিৰক সমিতির উদ্যোগে অর্থ প্রতিমন্ত্রীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হার্বন রশীদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মুক্তাদির আহমদ মুক্তা। জগন্নাথপুর উপজেলা মাদ্রাসা শিৰক সমিতির সভাপতি মাওলানা ছমির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ ও মাওলানা তাজুল ইসলাম আলফাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিৰা অফিসার সত্যব্রত রায়, উপজেলা মাধ্যমিক শিৰক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী প্রমূখ। এ সময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খাঁন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যৰ আব্দুন নূর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম মশাহিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন। অনুষ্ঠান শুর্বতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিৰক মাওলানা নুর্বল হক ও নাতে রাসুল পরিবেশন করেন শিৰক মাওলানা এহসানুল করিম। এ সময় সংবর্ধিত অতিথিকে ফুলের তোরা, মানপত্র ও ক্রেষ্ট দিয়ে বরণ করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License