লন্ডনে বিকল্পধারা মহাসচিব- বর্তমান সরকার অবৈধ অবিলম্বে গদি ছাড়ুন

Monday, March 10, 2014

আমাদের সিলেট ডটকম:

গত রোববার পূর্ব লন্ডনের ব্রিকলেনে বাংলা ওভেন রেষ্টুরেন্টে বিকল্পধারা বাংলাদেশের মহা সচিব মেজর মান্নান ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাথে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

এতে সভাপতিত্ব করেন বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সভাপতি আলহাজ্ব মোঃ অহিদ উদ্দিন ও পরিচালনা করেন সহ সভাপতি আলহাজ্ব ফজলুল হক।

ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বিকল্প ধারা মহাসচিব বলেন,দেশের এই চরম দুঃসময়ে আমাদের রাজনৈতিক ঐক্যফ্রন্ট গুর্বত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও বলেন, জনগণের আন্দোলন ব্যর্থ হয়নি, অতিদ্রুত আলোচনার পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ৫ই জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন। একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, তারা পাখির মত মানুষকে গুলি করে হত্যা করে বন্দুকের নলের মুখে ক্ষমতায় বসেছে। কোন সৈরাচারী সরকার বন্দুকের নলের মুখে ক্ষমতায় টিকে থাকতে পারেনা। তারা জনগণের ভোটে নির্বাচিত না হয়ে গুম, হত্যা চালিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ভালভাবেই জানেন উপজেলা নির্বাচনে বিরোধীদলের বড় ধরনের ব্যবধানের বিজয়ে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে, তারা চায়না বিরোধীদল নির্বাচনে আসুক,তাহলে তাদের ফাকা মাঠে গোল দিতে সুবিধা হয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সমপ্রদায় ৫ জানুয়ারীর নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে তারা দ্র্বত নতুন করে নির্বাচন দেওয়ার অনুরোধ করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License