আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরী, দক্ষিণ সুরমা ও মৌলভীবাজারে ৫ জন তরুণ-তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে, বন্ধুর মৃত্যুর খবর শুনে নগরী মদীনা মার্কেটের কালিবাড়ীতে একই উড়না গলায় পেচিয়ে ভাই-বোনের আত্মহত্যার ঘটনায় তোলপাড় চলছে।
বুধবার বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটেছে।
নগরীর জালালাবাদ থানাধীন কালিবাড়ি হাওলাদারপাড়ার গ্রীণসিটি আবাসিক এলাকায় মেধাবী দুই-ভাই-বোন ঘরের ফ্যানের সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এরা হচ্ছে দিপু পুরকায়স্থ (২৬) ও ভোট বোন জেনি পুরকায়স্থ (২৪)। তারা গ্রীণসিটি আবাসিক এলাকার সি ব্লকের ১নং রোডে ভিউটি লজের নিচতলার বাসিন্দা গিরিধন পুরকায়স্থের সন্তান। তাদের মূলবাড়ী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার উজান দৌলতপুরে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই ভাই বোনের লাশ উদ্ধার করা হয়।
এদিকে, জামালগঞ্জের একই এলাকার বাসিন্দা সিলেটে অবস্থানরত জয় গোস্বামী নামের একজন চিকিৎসক অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করে আত্মহত্যা করেন। তিনি বসবাস করতেন কতোয়ালী থানাধীন শামীমাবাদ আবাসিক এলাকায়। তিনি নগরীর আরোগ্য ক্লিনিকে চাকুরী করতেন। বুধবার দুপুরে অতিরিক্ত ঘুরের ঔষধ সেবন করে জয় গোস্বামী অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমত উলাহ জানালেন, দুপুরে আত্মহননকারী ডা. জয় গোস্বামী সন্ধ্যায় আত্মহননকারী দুই ভাই-বোন দিপু ও জেনির ঘনিষ্ঠ বন্দু ছিলেন। জয় গোস্বামীর আত্মহত্যার খবর পেয়ে এই দুই ভাই বোন ভেঙ্গে পড়েন। পরে তারাও আত্মহত্যা করেন।
কোতোয়ালী থানার ওসি আতাউ রহমান জানান, ডা. জয় গোস্বামীর আত্মহতার প্রকৃত কারণ জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানাগেছে, ডা. জয় গোস্বামী একটি মেয়েকে পছন্দ করতেন। তবে তার পরিবার এতে রাজি হয়নি। উল্টো জয় গোস্বামীর বাবা অন্যত্র বিয়ে ঠিক করেন। এমনকি ৪/৫ দিন আগে এ ঘটনা নিয়ে জয়গোস্বামীকে মারধরও করা হয়। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। ওসি আতাউর জানান, লাশ মর্গে রয়েছে।
দুই ভাই বোনের আত্মহত্যার বিষয়ে জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানালেন, দিপু ও জেনি ঘরের একটি ফ্যানের সাথে উড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তারা একটি চিরকুট লিখেগেছেন। যাতে তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লেখা রয়েছে।
ওসি জানান, দিপু এমসি কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জেনি ও পলিটেকনিকে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিপু ও জেনির লাশ উদ্ধার করা হয়।
ওসি গৌসুল হোসেন জানান, আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে ডা. গোস্বামীর আত্মহত্যার সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ তারা তিনজনই বন্ধু ছিলেন। ওসি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুই ভাই-বোনকে ময়না তদন্ত ছাড়াই শেষ কৃত্য প্রক্রিয়া চলছে। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে জেনি সবার ছোট ও এর বড় ছিলেন দিপু।
দক্ষিণ সুরমা উপজেলার মোলারগাঁও ইউনিয়নের নিয়ামতপুরে দুই সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত সৈয়দা সুমি বেগম (৩২) উপজেলার বাবনা মোড়স্থ অভিজাত স্টেশনারী পলি স্টোরের স্বত্ত¡ধিকারী নিয়ামতপুর গ্রামের জামাল উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতের কোন এক সময়ে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী জামাল উদ্দিনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে স্বামীর সাথে সুমির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী-স্ত্রী দু’জনেই ঘুমিয়ে পড়ে। স্বামীর সাথে অভিমান করে রাতের কোন এক সময়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে ওঠে পরিবারের লোকজন ঘরের ভেতর সুমি বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনার খবর পেয়ে দণি সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।
মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের ফহেতপুর গ্রামের গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
বুধবার সকাল ৯টায় বাথরুমের পাইপের সাথে গলায় দঁড়ি দিয়ে সে আত্মহত্যা করে। নিহত যুবকের নাম শাহেল মিয়া, তিনি সুজন মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহেল মিয়া সকালে বাথরুমে গেলে অনেকক্ষণ থেকে আর বের হয়নি। পরে বাথরুমের দরজা ভেঙ্গে দেখা যায় সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে মৃত্যুর কোন কারণ যানা যায়নি।
No comments:
Post a Comment