আমাদের সিলেট ডটকম:
আজ থেকে শুরু হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির কর্তৃক আহুত টানা দুই দিনের ধর্মঘটের প্রথম দিন। শিবিরের ১৪ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে শাখা ইসলামী ছাত্রশিবির এ ধর্মঘটের ডাক দিয়েছে। এছাড়াও দাবী না মানলে আগামী ১৮ই মার্চ মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে অনিদির্ষ্টকালের জন্য লাগাতার ছাত্রধর্মঘট সহ ২০ ও ২১ মার্চ ভর্তি পরীক্ষার দিন সিলেট বিভাগে হরতাল পালন করার হুমকি দিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
এদিকে, মঙ্গলবার বহিষ্কৃত শিক্ষার্থীদের পক্ষ হতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে খোলা চিঠি বিতরণ করা হয়।
খোলা চিঠিতে উলেখ করা হয়, প্রশাসন অন্যায়ভাবে আমাদেরকে কোনরকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিস্কার করেছে। যাদেরকে বহিস্কার করা হয়েছে তাদের মধ্যে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। এছাড়া আমরা যারা এই মুহূর্তে পড়া শোনায় ব্যস্ত থাকার কথা সেই সময়ে মামলা নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে প্রশাসন এই অন্যায় সিদ্ধান্তটি পূনর্বিবেচনা করে।
শিবিরের বিক্ষোভ মিছিল : ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে আজ বুধবার ও বৃহস্পতিবারের ধর্মঘট সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় ফটকে শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে মিছিলটি আমির কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে শাহ সিকান্দার আবাসিক এলাকায় শেষ হয়।
শিক্ষক সমিতির নিন্দা : শিবিরের ডাকা ধর্মঘট ও অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার দিন সিলেট বিভাগে হরতালের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল বিকেল ৫টায় সমিতির এক জরুরী সভায় আগামী ২১মার্চ অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বানচাল করতে শিবিরের ডাকা ধর্মঘট ও সিলেটে হরতালের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
No comments:
Post a Comment