আমাদের সিলেট ডটকম: নগরীর মজুমদারীতে প্রকাশ্য দিবালোকে ছিনতাইর শিকার হয়েছেন এক ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মজুমদারীস্থ ইউনাইডে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে এ ছিনতাইর ঘটনা ঘটে। সংঘবদ্ধ ছিনতাইকারীরা ঐ ব্যবসায়ীর গাড়ীর গ্লাস ভেঙ্গে দু লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। আম্বরখানা পুলিশ ফাঁড়ি থেকে মাত্র কয়েক শ‘ গজ দূরে প্রকাশ্য দিবালোকে এ ছিনতাইর ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে জনমনে।
ঘটনার শিকার নগরীর চৌকিদেখীর বাসিন্দা, ব্যবসায়ী ও ঠিকাদার মঞ্জু আহমদ জানান, বিমানের টিকেট সংগ্রহের জন্য তার ব্যক্তিগত জীপ যোগে ইউনাইটেড এয়ারলাইন্সের কার্যালয়ে যাচ্ছিলেন। এই কার্যালয়ের সামনে পৌছালে আকস্মিকভাবে ৩/৪টি মোটর সাইকেল আরোহী কয়েক জন যুবক তার গাড়ীটিকে ঘিরে ধরে। মঞ্জু কোন কিছু বুঝে উঠার আগেই তারা ড্রাইভিং সীটের পাশের গ্লাস ভেঙ্গে ফেলে। এরপর তার গলায় ছোরা ধরে। অন্যজন অপর পাশের দরজা খুলে সীটের উপর একটি ব্যাগে রাখা দু লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় লোকজন কোন কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে চিহ্নিত করতে পারেনি কেউ। পরে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও বিমান বন্দর থানায় অবহিত করা হয়।
সিলেট নগরীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর দু’লাখ টাকা ছিনতাই
Thursday, March 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment