আমাদের সিলেট ডটকম:
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত ও উপজেলা নাগরিক কমিটি মনোনিত চেয়ারম্যান পদ্রপ্রার্থী এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ বলেছেন উপজেলা পরিষদের ব্যক্তিগত কোন তহবিল নেই। সরকারের পক্ষ থেকে আশা অনুদান দিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হয়ে থাকে। আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে সরকার থেকে কিংবা স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে যে পরিমাণ অনুদান এসেছে তা দিয়েই উপজেলার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে। তবে কোথাও কোন প্রকার দুর্নীতি হয়েছে বলে এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। তিনি বলেন, আমি উপজেলাবাসীর কাছে যদি একজন সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত প্রার্থী মনেনিত হয়ে যাই। তাইলে আমার বিশ্বাস কোন ষড়যন্ত্রই আমার তথা মটর সাইকেলের বিজয় ঠেকাতে পারবে না।
তিনি সোমবার দক্ষিণ সুরমার, কামাল বাজার, লালাবাজার, নাজির বাজার ও জালালপুর বাজারে পথসভা ও গণসংযোগ কালে এ কথা বলেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা সোলায়মান হোসেন, উপজেলা নাগরিক কমিটির উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, উপজেলা ১৯ দলীয় জোট ও নাগরিক কমিটির সদস্য সচিব রেহান আহমদ হারিছ, উপজেলা বিএনপি নেতা আলমগীর রেজা, উপজেলা জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী নাজমুল ইসাম, ফয়সল খান, নেছার আহমদ, আব্দুল কাইয়ুম, সমশাদ আলী, সেলিম আহমদ, তোফায়েল আহমদ, ফখরুল ইসলাম, গোলাম কিবরিয়া, আব্দুল কাদির, আমিনুল ইসলাম আনহার, ইকবাল আহমদ, মাছুম আহমদ, খালেদ মাসুদ, রাসেল আহমদ প্রমুখ।
উপজেলাবাসীর মনোনীত প্রার্থী হয়ে গেলে কোন ষড়যন্ত্রই আমার বিজয় ঠেকাতে পারবে না – মাওলানা লোকমান আহমদ
Monday, March 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment