আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর টিলাগড় ও আম্বরখানা এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার রাতে এক অভিযান চালিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানা পুলিশ এদেরকে আটক করে।
আজ সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবী করা হয়েছেন, আটক ৬ জনই পেশাদার ডাকাত ও তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর থানার কোহাইরগড় গ্রামের আজির উদ্দিনের ছেলে মাসুম আহমদ (২২), একই থানার রামেশ্বর গ্রামের বাসিন্দা দিরেন্দ্র দেবের ছেলে দিপু দেবনাথ (২৯), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাটার মাঝগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৪), দক্ষিণ সুরমা থানার করিম পুর গ্রামের মৃত গনী মিয়ার ছেলে আব্দুল মতিন কামরুল (৩২), বিমান বন্দর থানার ইলেক্ট্রি সাপ্লাইস্থ দিগন্ত ৫০/এ বাসিন্দা আবু জাফর সরদারের ছেলে মুরাদ আহমদ (৩০) ও আম্বরখানাস্থ জালালী ৩০(খানবাড়ি)’র বাসিন্দা সিলতাহ্ খানের ছেলে সিজান খান (১৮)।
পুলিশ জানায়, রোববার রাত ৮টায় শাহপরান থানার শাপলা আবাসিক এলাকায় ১নং রোডের বিষয় একটি বাসায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর আসে। তখন শাহপরান থানার সহকারী কমিশনার রাজীব দাসের নেতৃত্বে একটি ফোর্স শাপলাবাগ এলাকার বিভিন্ন স্থানে কৌশলী অবস্থান নেন।
রাত ১টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালাবার চেষ্টা করে। এ সময় পুলিশও তাদের পিছু নেয়।
রাত দেড়টার দিকে টিলাগড় পয়েন্ট থেকে ১টি ছোরাসহ ৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী নগরীর আম্বরখানাস্থ ইলেক্ট্রি সাপ্লাই এলাকা থেকে একটি থ্রি নট থ্রি কাটা বন্দুকসহ আরো দুইজনকে আটক করা হয়।
সিলেট নগরীতে অস্ত্রসহ ছয় ডাকাত আটক
Monday, March 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment